ভিড়াক্কার: ব্যাহত পরিষেবা। যার জেরে তিল ধারণের জায়গা নেই মেট্রোর কামরায়। শুক্রবার। নিজস্ব চিত্র
স্টেশন ঠান্ডা রাখার বাতানুকূল যন্ত্র থেকে ফাইবার বোর্ড এবং লোহার অ্যাঙ্গেল মেট্রোর বিদ্যুৎবাহী থার্ড রেলের আচ্ছাদনের উপরে খুলে পড়েছিল। তার জেরেই শুক্রবার বিকেলে ট্রেন চলাচল ব্যাহত হল রবীন্দ্র সদন স্টেশনে।
এ দিনের ঘটনায় দমদমগামী আপ লাইনে প্রায় ২৫ মিনিট ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই লোহার অ্যাঙ্গেল সরিয়ে ফেলা হয়।
মেট্রো সূত্রের খবর, বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ ওই ঘটনা ঘটে। এ দিন দমদমগামী এসি মেট্রোর একটি নতুন রেক রবীন্দ্র সদন স্টেশনে পৌঁছলে, চালক দেখতে পান থার্ড রেলের আচ্ছাদনের উপরে একটি ফাইবার বোর্ড এবং দু’টি লোহার অ্যাঙ্গেল খুলে পড়ে রয়েছে। বিষয়টি নজরে আসা মাত্রই মেট্রোর চালক তা কন্ট্রোল রুমকে জানান। এর পরে সাময়িক ভাবে ওই পথে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিকেল ৪টে ২৫ মিনিট নাগাদ মেট্রোর থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই লোহার টুকরো এবং ফাইবার বোর্ড সরিয়ে ফেলা হয়। ওই সময়ের মধ্যে বেশ কয়েকটি দমদমগামী ট্রেন আটকে পড়ে। ফলে একাধিক ট্রেনের সময় ওই ঘটনার জেরে প্রভাবিত হয়।
সম্প্রতি পার্ক স্ট্রিটের দুর্ঘটনার পরে মেট্রোর জেনারেল ম্যানেজারের কাছে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠিয়েছেন ঘটনার তদন্তকারী রেলওয়ে সেফটি কমিশনার। ওই প্রস্তাবে পার্ক স্ট্রিট স্টেশনে ট্রেনে যাত্রীদের ওঠানামার উপরে নজরদারি ব্যবস্থা উন্নত করার কথা বলা হয়েছে। এ জন্য মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় আরপিএফের সংখ্যা আরও বাড়াতে বলা হয়েছে। আগে পার্ক স্ট্রিট স্টেশনের আপ এবং ডাউন লাইনে ট্রেন ঢোকার সময়ে সামনের দিকে আরপিএফ কর্মী মোতায়েন থাকতেন। ওই সুপারিশের পরে প্ল্যাটফর্মের সামনের দিক, পিছনের প্রান্ত ছাড়াও মাঝখানে রক্ষী মোতায়েন করা হয়েছে।
প্ল্যাটফর্মের সামনের দিকে চালকের কামরার কাছে আয়নাও বসানো হয়েছে। এ ছাড়াও মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে গার্ডের কামরার কাছে যে সিসি ক্যামেরার মনিটর থাকে, সেই জায়গায় মনিটরের ছবি উন্নত করতে বলা হয়েছে। প্রয়োজনে ক্যামেরার সংখ্যা বাড়াতে বলা হয়েছে। প্ল্যাটফর্মে ঢোকা বেরোনোর পথে প্রায়ই গেটের সামনে ভিড় জমে যেত বলে অভিযোগ। ওই জায়গা খালি রাখতে যাত্রীদের সচেতন করার পাশাপাশি রক্ষীও রাখা হচ্ছে বলে মেট্রো সূত্রের খবর। মেট্রোকর্তাদের দাবি, সুপারিশ মেনে বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই করা হয়েছে। সিসি ক্যামেরা উন্নত করার কাজও খুব দ্রুত শেষ করা হবে।