কলকাতা মেট্রো

নতুন বছরের শুরু থেকেই কলকাতায় ঘন ঘন চলবে মেট্রো

আগামী ৪ জানুয়ারি থেকেই নিয়মের পরিবর্তন হতে চলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ১৮:৪৬
Share:

অফিসের ব্যস্ত সময়ে ৭ মিনিট অন্তর চলবে মেট্রো। ফাইল ছবি

নতুন বছরের শুরু থেকেই কলকাতায় দৈনিক মেট্রো পরিষেবা বাড়ছে। আগামী ৪ জানুয়ারি থেকেই নিয়মের পরিবর্তন হতে চলেছে। মেট্রো সূত্রে খবর, সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতি দিন ২২৮টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

Advertisement

কবি সুভাষ থেকে মেট্রো ছাড়বে সকাল ৭টায়। অন্য দিকে, নোয়াপাড়া থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৭টা ৯ মিনিটে। কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। নোয়াপাড়া থেকে ছাড়বে ৯টা ২৫ মিনিটে।

অফিসের ব্যস্ত সময়ে ৭ মিনিট অন্তর চলবে মেট্রো। বয়স্ক যাত্রী, মহিলা এবং শিশুদের (১৫ বছরের নীচে) ক্ষেত্রে ই-পাস লাগবে না। এই নিয়ম আগেই কার্যকর হয়েছে। বাকি যাত্রীদের জন্য সকাল ৯টা থেকে সকাল ১১ পর্যন্ত, অন্য দিকে বিকেল ৫টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত মেট্রোতে ই-পাস লাগবে।

Advertisement

শনি এবং রবিবার কোনও যাত্রীর ই-পাসের প্রয়োজন হচ্ছে না। যদিও মেট্রো চড়তে হলে, স্মার্ট কার্ড ব্যবহার করতেই হবে। এখনও টোকেন চালু করতে নারাজ মেট্রো কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement