বিজয়ীর উল্লাস! নিজস্ব চিত্র।
সেরা পুজোর পুরস্কার দিল দেশের অন্যতম রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গোষ্ঠী। এ বার চতুর্থ বছর। ২০১৯-এ প্রথম বার সেরা পুজোর পুরস্কার দেওয়া শুরু করেছিল মার্লিন গোষ্ঠী। তার পর থেকে প্রতি বছরই বেড়েছে উন্মাদনা। পাল্লা দিয়ে বেড়েছে উদ্যোক্তাদের উৎসাহ।
মার্লিন গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা এবং চেয়ারম্যান সুশীল মোহতার উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছর ‘মার্লিনের সেরা পুজো পুরস্কার’ জিতে নিয়েছে সোদপুরের ‘মার্লিন ম্যাক্সিমাস’ আবাসন। প্রথম পুরস্কার হিসেবে তাঁদের হাতে তুলে দেওয়া হয় একটি ফলক, শংসাপত্র এবং নগদ ৫০ হাজার টাকা। সেরা পুজোর দ্বিতীয় পুরস্কার গিয়েছে হাওড়ায়। ‘মার্লিন ওয়াটারফ্রন্ট’ আবাসন হয়েছে দ্বিতীয়। এ ছাড়া ‘মার্লিন উত্তরা’ও পুরস্কার পেয়েছে।
এ বারের সেরা পুজো প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মোট ১৬টি আবাসন। এই আবাসনগুলোর ৪ হাজার বাসিন্দা নিজেদের পুজোকে সেরার তকমা দিতে চেষ্টার ত্রুটি রাখেননি। সপ্তমীর দিন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা আবাসনগুলোর পুজো মণ্ডপ ঘুরে দেখেন। কথা বলেন উদ্যোক্তাদের সঙ্গে। সেই নিরিখেই স্থির হয় সেরা পুজোর নাম।