পুজো নিয়ে মেট্রো ও পুলিশের বৈঠক

এ দিনের বৈঠকে মেট্রোর চিফ অপারেশনস ম্যানেজার সাত্যকি নাথ ছাড়াও বিভিন্ন বিভাগের প্রধানেরা এবং কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (কমব্যাট) নভেন্দ্র সিংহ পাল উপস্থিত ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৩
Share:

—ফাইল চিত্র।

পুজোর শহরে মেট্রো স্টেশনগুলির নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে শনিবার কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক হল মেট্রো কর্তৃপক্ষের। পার্ক স্ট্রিটের মেট্রো ভবনে হওয়া ওই বৈঠকে মূলত দু’তরফের সমন্বয়ের উপরেই জোর দেওয়া হয়েছে, যাতে কোথাও বিপত্তির আশঙ্কা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। পুলিশের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গেও সমন্বয় রক্ষা করে চলবেন মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

এ দিনের বৈঠকে মেট্রোর চিফ অপারেশনস ম্যানেজার সাত্যকি নাথ ছাড়াও বিভিন্ন বিভাগের প্রধানেরা এবং কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (কমব্যাট) নভেন্দ্র সিংহ পাল উপস্থিত ছিলেন। যে কোনও বিপত্তির ক্ষেত্রে মেট্রোর বিভিন্ন স্টেশনের সুপারদের সরাসরি পুলিশের নিকটতম ডিভিশন ও লালবাজার কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। মেট্রো স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের প্রধান দায়িত্ব আরপিএফের উপরে থাকলেও পুজোর সময়ে যে কোনও বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে পুলিশের কুইক রেসপন্স টিমও সক্রিয় থাকবে বলে খবর। পুলিশের তরফে কালীঘাট-সহ গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলির বাইরে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ পরিকল্পনা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement