মেয়র-পত্নীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাকড!

এ বার কলকাতা পুরসভার মেয়রের স্ত্রী-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে হ্যাকার হানা। মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা চালায় হ্যাকাররা। এমন অভিযোগই জানিয়েছেন শোভনবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ১৮:৫৬
Share:

ফাইল চিত্র।

এ বার কলকাতা পুরসভার মেয়রের স্ত্রী-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে হ্যাকার হানা। মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা চালায় হ্যাকাররা। এমন অভিযোগই জানিয়েছেন শোভনবাবু।

Advertisement

অ্যাক্সিস ব্যাঙ্কের বেহালা শাখায় রত্নাদেবীর একটি অ্যাকাউন্ট আছে। গত দু’দিন ধরে রাতের দিকে তাঁর মোবাইলে ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত মেসেজ আসছিল। সেখান থেকেই জানা যায়, কেউ বা কারা তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করেছে। যদিও ওই অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় কোনও লেনদেন করা সম্ভব হয়নি। এর পরেই মেয়র মঙ্গলবার ব্যাঙ্কের ওই শাখায় অভিযোগ জানান। অভিযোগ পেয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন শোভনবাবু।

আরও পড়ুন: পুরভোটের ফল প্রকাশে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে প্রদেশ কংগ্রেস

Advertisement

গত কয়েক দিন ধরে সাইবার হামলায় নাজেহাল গোটা বিশ্ব। এর মধ্যে অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এ দিন শোভনবাবু বলেন, ‘‘সব কিছু ডিজিটাল করার পিছনে দৌড়চ্ছেন কেউ কেউ। এই ধরনের ঘটনায় মানুষের আর্থিক নিরাপত্তার প্রশ্নটি ফের সামনে চলে এল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement