অবৈধ নির্মাণ, পার্কিং রোধে জরুরি বৈঠক

পাশাপাশি, শহর থেকে জঞ্জালকুড়ানিদের সরিয়ে দিতে চায় পুর প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৮
Share:

ফিরহাদ হাকিম।

বেআইনি নির্মাণ, অবৈধ ভাবে গাড়ি পার্কিং এবং পুকুর ভরাট বন্ধ করা নিয়ে শনিবার এক জরুরি বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে কলকাতা পুলিশের পদস্থ কর্তাদের পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন, ভূমি ও ভূমি সংস্কার, নারী ও শিশুকল্যাণ, স্বাস্থ্য এবং পূর্ব রেলওয়ের একাধিক দফতরের অফিসারেরা। পরে মেয়র জানান, ইতিমধ্যেই পুকুর ভরাট নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ব্যবস্থা নিতে বলা হয়েছে পুলিশকে। বেআইনি নির্মাণ নিয়েও সজাগ থাকতে হবে পুলিশ ও পুরসভাকে। আর যত্রতত্র বেআইনি ভাবে গাড়ি পার্কিং করা থাকলে তা তুলে নিতে বলা হয়েছে পুলিশকে।

Advertisement

পাশাপাশি, শহর থেকে জঞ্জালকুড়ানিদের সরিয়ে দিতে চায় পুর প্রশাসন। বিনিময়ে তাঁদের ধাপায় জায়গা দেওয়া হবে। সেখানে এক লক্ষ বর্গফুট ছাউনি করবে পুরসভা। এ দিন পুলিশকে বলা হয় জঞ্জালকুড়ানিদের চিহ্নিত করতে। মেয়র জানান, শহরের ভিতরে জঞ্জাল কুড়োনোর কাজ আর করতে দেওয়া হবে না। তার বদলে স্বাস্থ্যসম্মত ভাবে তাঁদের রুজি-রোজগারের ব্যবস্থা করা হবে। ছাউনির ভিতরে রাখা হবে জঞ্জাল। সেখান থেকেই তাঁরা বেছে নিতে পারবেন। রাতে থাকার জন্য নৈশাবাসও করে দেবে পুরসভা। মেয়র জানান, ইতিমধ্যেই নৈশাবাস গড়ার জন্য শহরের বিভিন্ন এলাকায় কয়েকটি জায়গা পাওয়া গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement