—প্রতীকী ছবি
রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে ৬০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা নিল শহরের একটি বেসরকারি হাসপাতাল। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ওই প্রকল্পের কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল বা নার্সিং স্কুল নয়, স্বাস্থ্যসাথী-সহ রাজ্য এবং কেন্দ্রের যে কোনও স্বাস্থ্য প্রকল্পের আওতায় থাকা রোগীদের চিকিৎসার জন্য তৈরি হবে সাধারণ হাসপাতালও।
সূত্রের খবর, লাউডন স্ট্রিটের ওই হাসপাতালে আগামী বছরের মধ্যে শয্যা বাড়িয়ে ৩৭২টি করা হবে। এ ছাড়া ৫০০ কোটি টাকা বিনিয়োগে রাজারহাটে হবে দু’টি হাসপাতাল। যার মধ্যে ১৬৪ শয্যার সাধারণ হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে। দু’একর জমিতে গড়ে উঠবে ১১ তলাবিশিষ্ট মাল্টি-স্পেশ্যালিটি হাসপাতাল। কর্তৃপক্ষ জানান, নার্সের ঘাটতির কথা মাথায় রেখে তাঁরা ১০০ কোটি টাকা বিনিয়োগে নার্সিং স্কুলও চালু করেছেন।
ওই হাসপাতাল, বেলভিউ ক্লিনিকের সিইও প্রদীপ টন্ডন বলেন, ‘‘ব্যবসায়িক পরিধি বিস্তৃত হলেও বর্তমান চেয়ারম্যান শ্রী হর্ষ ভি লোধার আদর্শ মেনে দু’টি হাসপাতাল ও নার্সিং স্কুল তৈরিতে বিনিয়োগ করা হয়েছে।’’ তিনি জানান, আগামী দিনে সব হাসপাতাল মিলিয়ে ৯৩৬টি শয্যা থাকবে। কাজ পাবেন ৫০০০ লোক।