কেষ্টপুরের খাবারের দোকানে আগুন। — নিজস্ব চিত্র।
কেষ্টপুরে খাবারের দোকানে অগ্নিকাণ্ড। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
বেলা পৌনে একটা নাগাদ কেষ্টপুরের রবীন্দ্রপল্লি এলাকার একটি খাবারের দোকানে আগুন লেগে যায়। আশপাশ কেঁপে ওঠে বিকট শব্দে। তার পরেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। অগ্নিকাণ্ডের জেরে সাত-আট জন আহত হয়েছেন। তার মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
বিকট শব্দ শুনে স্থানীয়দের অনুমান, খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে। যদিও দমকলের তরফে এখনও আগুন লাগার কারণ জানানো হয়নি। আগুন নেভানোর কাজ পুরোপুরি শেষ হলে তার পরেই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।