বন্ধ নিউমার্কেট। নিজস্ব চিত্র
এক দিনের জন্য বন্ধ করে দেওয়া হল নিউ মার্কেট। সেখানকার এক ব্যবসায়ী করোনা আক্রান্ত হওয়ায় মার্কেট কমপ্লেক্সের ভিতরের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আনলক-১ ঘোষণার পর সর্বত্রই খুলে গিয়েছে দোকানপাট। শপিংমল এবং পুরসভার মার্কেটও খুলেছে। বুধবার নিউ মার্কেটের এক প্রসাধনসামগ্রী বিক্রিতা করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তার পরেই কলকাতা পুরসভার তরফে মার্কেট বন্ধ করে দেওয়া হয়। বুধবার রাত থেকেই জীবাণুমুক্ত করার কাজ চলেছে।
কলকাতার পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ (বাজার) আমিরুদ্দিন ববি বৃহস্পতিবার বলেন, “নিউ মার্কেট পুরোপুরি বন্ধ হচ্ছে না। ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। জীবাণুমুক্ত করার কাজ চলছে। এক জন ব্যবসায়ীর করোনা ধরা পড়েছে। ওই দোকানে যাঁরা কাজ করতেন, তাঁদের কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে। শুধু ওই মার্কেটেই নয়, সব বাজার-দোকানে ব্যবসায়ী এবং ক্রেতাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হচ্ছে। মুখে মাস্ক এবং দূরত্ববিধি মানতে বলা হচ্ছে।”
আরও পড়ুন: আমার বিশ্বাস, কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে: প্রধানমন্ত্রী
নিউ মার্কেটের ওই ব্যবসায়ীর করোনা ধরা পড়ার পর সেখানকার অন্যান্য ব্যবসায়ীরা কিছুটা উদ্বেগে রয়েছেন। এ দিন প্রায় সমস্ত দোকান বন্ধ। এ দিন দুপুর পর্যন্ত চলেছে জীবানুমুক্ত করার কাজ। কাল শুক্রবার থেকে খুলে যেতে পারে বেশ কিছু দোকান। অভিযোগ, প্রশাসনের তরফে ক্রেতা-বিক্রেতাদের নিয়ম বিধি মানতে বলা হলেও, বহু বাজার-দোকানে সেই ছবি ধরা পড়ছে না। তার ফলে কলকাতায় ফ্ল্যাট এবং পাড়াতে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই কলকাতায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে।