Bengal Summer Vacation

গরমের দাওয়াই আছে, টানা ছুটি চায় না কলকাতার বহু বেসরকারি স্কুল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাপপ্রবাহের কারণে সোমবার থেকে বন্ধ থাকছে সব সরকারি স্কুল। জানানো হয়েছিল, বেসরকারি স্কুল কর্তৃপক্ষদেরও অনুরোধ করা হবে বন্ধ রাখার জন্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ০৭:৪১
Share:

গরম পড়লেই অনেক বেসরকারি স্কুল বার বার ছুটি দিতে আগ্রহী নয়। প্রতীকী ছবি।

শ্রেণিকক্ষে যথেষ্ট সংখ্যক পাখা রয়েছে। এমনকি, কিছু স্কুলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও রয়েছে। পরিশোধিত পানীয় জলের পর্যাপ্ত জোগান রয়েছে। সংখ্যাগরিষ্ঠ পড়ুয়াই স্কুলবাসে বা ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করে। গরম প্রতিহত করার আরও পরিকাঠামো তৈরি করতেও স্কুল কর্তৃপক্ষ তৈরি। শহরের বেসরকারি স্কুলগুলির বেশির ভাগেরই প্রবল গরম ঠেকানোর এমন পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে বলে দাবি কর্তৃপক্ষদের। তাই প্রতি বছর গরম পড়লেই অনেক বেসরকারি স্কুল বার বার ছুটি দিতে আগ্রহী নয়। কিন্তু রবিবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে গত বছরের অভিজ্ঞতা মনে রেখে সোমবার থেকে বন্ধ থাকছে ওই স্কুলগুলিও। যদিও তা সাত দিনের জন্যই কি না, তা স্পষ্ট করেননি অনেক স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাপপ্রবাহের কারণে সোমবার থেকে বন্ধ থাকছে সব সরকারি স্কুল। জানানো হয়েছিল, বেসরকারি স্কুল কর্তৃপক্ষদেরও অনুরোধ করা হবে বন্ধ রাখার জন্য। এর পরেই বেসরকারি স্কুলগুলি অনিচ্ছা সত্ত্বেও সোমবার থেকে বন্ধের সিদ্ধান্ত নেয়। কয়েকটি স্কুল জানাচ্ছে, সোমবার থেকে বন্ধ হলেও গোটা সপ্তাহের জন্য নয়। আবহাওয়ার উন্নতি হলেই খুলে যাবে স্কুল। আবার কিছু স্কুলে আগামী সাত দিন অনলাইন ক্লাস চলবে।

বেসরকারি স্কুলের এক অধ্যক্ষ জানাচ্ছেন, গত বছরও অতিরিক্ত গরম পড়ায় সরকারি স্কুলে ছুটি দেওয়া হয়েছিল। তাঁরা তখন ছুটি দেননি। তাই বিকাশ ভবনে কয়েকটি বেসরকারি স্কুলের অধ্যক্ষকে ডেকে তাঁদের ছুটি দেওয়াতে কার্যত বাধ্য করা হয়েছিল। এ বার তাই শিক্ষা দফতরের নির্দেশ আগেভাগেই মেনে নিতে বাধ্য হচ্ছেন তাঁরা। অন্য এক বেসরকারি স্কুলের অধ্যক্ষের মতে, ‘‘গরমে পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে আমরা যথেষ্ট সচেতন। ওদের বাইরে খেলতে যেতে দিচ্ছি না। বার বার জল খেতে বলছি। গরম মোকাবিলা করতে আমাদের পরিকাঠামো বাড়াচ্ছি। অনেক স্কুলে এসি রয়েছে।’’ তাঁর প্রশ্ন, ‘‘তবুও কেন সরকারি স্কুলের সঙ্গে আমাদের পড়ুয়াদেরও ছুটি দিতে হচ্ছে?’’

Advertisement

শ্রীশিক্ষায়তনের মহাসচিব ব্রততী ভট্টাচার্য বলেন, ‘‘আমরা সোম ও মঙ্গলবার ছুটি দিচ্ছি। মঙ্গলবার যদি দেখি আবহাওয়া ভাল, তা হলে বুধবার স্কুল খুলে দিতে পারি। সোম এবং মঙ্গল অনলাইন ক্লাস হবে।’’ একই পথে হাঁটছে মডার্ন হাই স্কুল ফর গার্লস। ওই স্কুলের ডিরেক্টর দেবী কর বলেন, ‘‘সোমবার থেকে ছুটি দিলেও কবে খুলব, সেটা আমরা ঠিক করব। পরিস্থিতি বুঝে সেই সিদ্ধান্ত হবে।’’ আবহাওয়ার উন্নতি হলে খুলে যাবে ডন বস্কো, পার্ক সার্কাসও। স্কুলের অধ্যক্ষ বিকাশ মণ্ডল বলেন, ‘‘সোমবার থেকে কয়েক দিনের জন্য ছুটি থাকছে। আবহাওয়ার উন্নতি হলেই স্কুল খুলে যাবে।’’

নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সোম থেকে শনিবার ছুটি থাকছে সাউথ পয়েন্ট স্কুল। স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি বলছেন, ‘‘কিছু পড়ুয়ার ইম্প্রুভমেন্ট টেস্ট দিতে আসার কথা। তারা নির্ধারিত দিনে বাতানুকূল পরিবেশে পরীক্ষা দেবে।’’ লা মার্টিনিয়ারের সচিব সুপ্রিয় ধর বলেন, ‘‘সোমবার ছুটি ছিল। মঙ্গল থেকে শনিবার ছুটি দেওয়া হয়েছে।’’

শহরের কয়েকটি স্কুলে অনলাইন ক্লাস হবে। সোম থেকে শনিবার ছুটি ডিপিএস রুবি পার্কে। কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস হবে। রামমোহন মিশন হাই স্কুলেও অনলাইন ক্লাস চলবে বলে জানান অধ্যক্ষ সুজয় বিশ্বাস। অনলাইন ক্লাস করাবে ফিউচার ফাউন্ডেশন স্কুল, ন্যাশনাল ইংলিশ হাই স্কুল এবং সল্টলেকের আওয়ার লেডি কুইন অব মিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement