ধৃত ব্যক্তি।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিয়মমাফিক তল্লাশির সময় কলকাতার হোটেল থেকে থাইল্যান্ডের এক সন্দেহভাজন নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে তাইল্যান্ডের মেয়াদ উত্তীর্ণ ভিসা পাওয়া গিয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বেআইনি ভাবে ভারতে থাকার অভিযোগ তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম অজয়প্রতাপ সিংহ। পেশায় চিকিৎসক ওই ব্যক্তির আদি বাড়ি লখনউয়ে। তবে তাঁর জন্ম ব্যাঙ্ককে। তিনি দীর্ঘ দিন ধরেই বাবা-মার সঙ্গে পাকাপাকি ভাবে ব্যাঙ্ককে বসবাস করছেন। স্বাধীনতা দিবসের আগে হোটেলে তল্লাশি অভিযানের সময়ই অজয়কে পাকড়াও করা হয়।
ধৃতের কাছ থেকে পাসপোর্ট, মোবাইল ফোন, একটি ট্যাব ও নগদ ১৬৭০ টাকা উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে ভারতে বসবাস করছিলেন ওই ব্যক্তি। তাঁর পাসপোর্টে স্ট্যাম্প সন্দেহজনক বলে মনে করছে পুলিশ।