প্রতীকী ছবি।
ভাইফোঁটার সন্ধেয় বন্ধ ফ্ল্যাটে রহস্যজনক মৃত্যু হল এক মধ্যবয়সী ব্যাক্তির। তিলজলা রোডের ওই ফ্ল্যাটে একাই থাকতেন মহম্মদ আবদুল রফিক নামের ৬৪ বছর বয়সি ওই ব্যক্তি।
মঙ্গলবার প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কড়েয়া থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে একাই থাকতেই ওই প্রৌঢ়। তাঁর মালিকানাধীন একটি অটো স্থানীয় রুটে চলত। পুলিশ সূত্রে খবর, মৃতের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখাও। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, আবদুল রফিকের দ্বিতীয়া স্ত্রী ব্রাইট স্ট্রিটে বাপের বাড়ি গিয়েছিলেন। তাঁর অবর্তমানেই এই ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা রফিকের বাড়ির আলমারি ভাঙে স্ক্রু ড্রাইভার ব্যবহার করে।
পুলিশের প্রাথমিক অনুমান তাঁকে খুন করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে খুন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করে দেখছে লুঠের উদ্দেশ্যেই খুন না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে।