Death

সাঁতার কাটতে নেমে রবীন্দ্র সরোবরে নিখোঁজ নামী ক্লাবের সদস্য, ৫ ঘণ্টা পর দেহ উদ্ধার

পুলিশ সূত্রে খবর, ক্লাব লাগোয়া সরোবরের জলে প্রতি দিনই সাঁতার কাটতেন সত্যব্রত। মঙ্গলবার তিনি সাঁতার কাটতে নেমেছিলেন। দীর্ঘ সময় তাঁর খোঁজ না মেলায় খবর দেওয়া হয় পুলিশে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ২১:৪৪
Share:

রবীন্দ্র সরোবর। ফাইল চিত্র।

রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম সত্যব্রত সেন (৭৮)। তিনি ওই এলাকার অভিজাত অ্যান্ডারসন ক্লাবের সদস্য ছিলেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ক্লাব লাগোয়া সরোবরের জলে প্রতি দিনই সাঁতার কাটতেন সত্যব্রত। মঙ্গলবার তিনি সাঁতার কাটতে নেমেছিলেন। দীর্ঘ সময় তাঁর খোঁজ না মেলায় খবর দেওয়া হয় পুলিশে। ঘটানাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। শেষ পর্যন্ত এ দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়।

সত্যব্রত ডোভার লেনের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্যে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। কী কারণে ওই প্রৌঢ়ের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, সাঁতার কাটার সময় তাঁর হার্টঅ্যাটাক হতে পারে। স্থানীয় সূত্রে খবর, তিনি এ দিন সকালে সাঁতার কাটতে আসেন। তার পর দীর্ঘ সময় ক্লাবের বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকলেও, তাঁর খোঁজ পাচ্ছিলেন না ক্লাবের কর্মীরা। তার পর খবর দেওয়া হয় রবীন্দ্র সরোবর থানায়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে সরোবরের জলে তল্লাশি চালানোর পর দেহ উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement