Man Beaten

Man Died: গভীর রাতে চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যু

পুলিশ জানিয়েছে, মৃত দীনেশের বাড়ি ডায়মন্ড হারবার থানা এলাকায়। গভীর রাতে কয়েক জনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় এসেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ০৬:০৫
Share:

প্রতীকী ছবি।

চোর সন্দেহে গণপিটুনির জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার দক্ষিণ কলাবরু গ্রামে। মৃতের নাম দীনেশ রায় (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে ওই এলাকার বাসিন্দা কিশোর সিংহের বাড়ির সামনে কয়েক জনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের কয়েক জন তাঁদের দেখে কিশোরবাবুকে বেশ কয়েক বার মোবাইলে ফোন করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর পরে একে একে ওই বাড়ির সামনে এলাকার বাসিন্দারা জড়ো হতে শুরু করেন। সন্দেহভাজন এক জনকে ধরে ফেলেন তাঁরা। এর পরেই চোর সন্দেহে গণপিটুনি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, মৃত দীনেশের বাড়ি ডায়মন্ড হারবার থানা এলাকায়। গভীর রাতে কয়েক জনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় এসেছিলেন তিনি। এই ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই ওই এলাকায় নানা বাড়িতে চুরির ঘটনা ঘটছে। গভীর রাতে চুরি করে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। রাতে কিশোরবাবুর বাড়িতে চুরি করার জন্যই কয়েক জন ঘোরাফেরা করছিলেন বলে দাবি স্থানীয়দের। কিশোরবাবুর এক প্রতিবেশী তাঁদের ঘোরাফেরা করতে দেখে মোবাইলে আশপাশের সবাইকে খবর দেন।

Advertisement

মাস দুয়েক আগে বারুইপুর থানার বেগমপুর এলাকায় নেতাজিনগর থানা এলাকার বাসিন্দা অভীক মুখোপাধ্যায় নামে এক প্রোমোটারকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে চোর সন্দেহে বেধড়ক মারধর করেছিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলেই ওই প্রোমোটারের মৃত্যু হয়েছিল। গভীর রাতে বান্ধবীকে নিয়ে মোটরবাইকে চেপে ওই এলাকায় গিয়েছিলেন অভীক। ওই ঘটনায় দু’জন মহিলা-সহ পাঁচ জনকে গ্রেফতার করে বারুইপুর থানা পুলিশ। সম্প্রতি ওই ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি।

সপ্তাহ দুয়েক আগেও নরেন্দ্রপুর থানা এলাকায় চোর সন্দেহে গণপিটুনির জেরে এক যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করছে পুলিশ। একটি বাড়ি থেকে রাতে সেলাই মেশিন চুরি করার সময়ে হাতেনাতে ধরা পড়ে গিয়েছিল ওই যুবক। স্থানীয় বাসিন্দারা তাকে বেধড়ক মারধর করেন। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। ওই ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement