Marriage Dispute

স্ত্রীকে বিয়ে ভাইয়ের, রাগে দু’জনকেই খুনের চেষ্টা জেল ফেরত দাদার

শুক্রবার ঘটনাটি ঘটেছে একবালপুর থানা এলাকার ডাক্তার সুধীর বসু রোডে। অভিযুক্ত দাদার নাম শেখ সাগির ওরফে কাল্লু। জখম হয়েছেন তার ভাই শেখ সাকিল ও সাকিলের স্ত্রী সাকিনা বিবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ০৮:২৫
Share:

—প্রতীকী ছবি।

জেলে থাকার সময়ে অভিযুক্তের স্ত্রীকে বিয়ে করেছিলেন অভিযুক্তেরই ভাই। আর সেই রাগে জেল থেকে ছাড়া পেয়েই ভাই ও তাঁর স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। পাল্টা আঘাতে জখম হয়েছে জেল ফেরত অভিযুক্তও। খুনের চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার ঘটনাটি ঘটেছে একবালপুর থানা এলাকার ডাক্তার সুধীর বসু রোডে। অভিযুক্ত দাদার নাম শেখ সাগির ওরফে কাল্লু। জখম হয়েছেন তার ভাই শেখ সাকিল ও সাকিলের স্ত্রী সাকিনা বিবি। পুলিশ জানিয়েছে, সাগিরের অভিযোগের ভিত্তিতে সাকিলের বিরুদ্ধেও একটি মামলা রুজু হয়েছে।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, সাগিরের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। গত ২০ বছরে সে ওই সব অভিযোগে একাধিক বার জেল খেটেছে। কয়েক বছর আগে এক বার সাগির ভাইকেও খুন করার চেষ্টা করে। সেই মামলাতেই জেলে ছিল সে। তখন সাগিরের স্ত্রীকে বিয়ে করে নেয় সাকিল। আর তা নিয়েই দুই ভাইয়ের মধ্যে ফের গোলমাল, অশান্তি শুরু হয়। এক পুলিশকর্তা জানান, গত পয়লা মার্চ জেল থেকে জামিন পায় সাগির। এ দিন দুপুরে সাকিল এবং তাঁর স্ত্রী সাকিনা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেই সময়ে দা নিয়ে ভাইয়ের উপরে হামলা চালায় সাগির। সাকিনা বাধা দিতে এলে তাঁকেও মারধর করে সে। আত্মরক্ষার্থে সাকিনা ইট দিয়ে সাগিরের পায়ে আঘাত করেন। খবর পেয়ে পুলিশ এসে তিন জনকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যায়। পরে দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে একবালপুর থানায় অভিযোগ দায়ের করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement