কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধৃত বাবা

তদন্তকারীরা জানান, মেয়েকে ধর্ষণের বিষয়টি জেরায় কবুল করেছে ধৃত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর বয়স ১৭ বছর। তার অভিযোগ, প্রায় বছর তিনেক ধরে বাবা ও বাবার বন্ধু তার উপরে নিয়মিত যৌন নির্যাতন করে চলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ০৫:০৯
Share:

প্রতীকী ছবি।

কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকায়। মেয়ের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরীর আরও অভিযোগ, বাবার এক বন্ধুও তাকে ধর্ষণ করত। ওই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

তদন্তকারীরা জানান, মেয়েকে ধর্ষণের বিষয়টি জেরায় কবুল করেছে ধৃত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর বয়স ১৭ বছর। তার অভিযোগ, প্রায় বছর তিনেক ধরে বাবা ও বাবার বন্ধু তার উপরে নিয়মিত যৌন নির্যাতন করে চলেছে। বছর পাঁচেক আগে ওই কিশোরীর মায়ের মৃত্যু হয়েছে। তার পরে বাবার কাছেই থাকত মেয়েটি। তার অভিযোগ, বছর তিনেক আগে বাবা তাকে প্রথম ধর্ষণ করে। পরে প্রায় প্রতিদিনই তাকে ধর্ষণ করা হত। কিছু দিন পর থেকে বাবার এক বন্ধুও রাতে এসে তাকে ধর্ষণ করত বলে অভিযোগ করে ওই কিশোরী। বুধবার সকালে সোনারপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। তার পরই দু’জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকদের মতামত অনুযায়ী, ওই কিশোরীর উপরে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। তার গোপন জবানবন্দিও গ্রহণ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এ দিন ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। কিশোরীর বাবা পেশায় দিনমজুর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement