নিজের ফাঁদে

দুপুর দেড়টা-দু’‌টো। বছর চল্লিশের এক ব্যক্তি মোটরবাইক নিয়ে হাঁপাতে হাঁপাতে ঢুকলেন মানিকতলা থানায়। কর্তব্যরত অফিসারকে জানালেন, কলেজ স্ট্রিট থেকে অফিসের টাকা নিয়ে যাওয়ার পথে কাঁকুড়গাছির নাস্তা গলিতে দু’টি লোক তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই করে পালিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০২:২৯
Share:

দুপুর দেড়টা-দু’‌টো। বছর চল্লিশের এক ব্যক্তি মোটরবাইক নিয়ে হাঁপাতে হাঁপাতে ঢুকলেন মানিকতলা থানায়। কর্তব্যরত অফিসারকে জানালেন, কলেজ স্ট্রিট থেকে অফিসের টাকা নিয়ে যাওয়ার পথে কাঁকুড়গাছির নাস্তা গলিতে দু’টি লোক তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই করে পালিয়েছে। তদন্তে নামে পুলিশ। কিন্তু এমন কোনও ঘটনার প্রমাণ মেলেনি। পরে অভিযোগকারীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ধারদেনা হয়ে যাওয়ায় নিজেই টাকা সরিয়ে গপ্পো ফেঁদেছিলেন তিনি। বিশ্বজিৎ পাত্র নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাতে বেলেঘাটায় তাঁর বাড়িতে গিয়ে তিন লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement