বধূকে ধর্ষণে স্বামীর মদতের অভিযোগ

পুলিশ জানায়, গত বছর মহিলার বিয়ে হয়েছিল। তার পর থেকেই স্বামী তাঁর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯ ০১:১২
Share:

প্রতীকী ছবি।

এক বধূকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁর স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ওই বধূর অভিযোগ, বিবাহ -বিচ্ছেদের নাম করে আদালতে ডেকে এনে তাঁর স্বামীই তাঁকে বন্ধুদের হাতে তুলে দেন। শনিবার সকালে সোনারপুর থানায় ওই বধূ স্বামী এবং তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ জানায়, গত বছর মহিলার বিয়ে হয়েছিল। তার পর থেকেই স্বামী তাঁর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ। গত বুধবার ওই ব্যক্তি স্ত্রীকে ডিভোর্স দেওয়ার নাম করে তাঁকে কলকাতা হাইকোর্টে ডেকে এনে দুই বন্ধুর সঙ্গে পরিচয় করান। অভিযোগ, এর পরে ওই ব্যক্তির বন্ধুরা মহিলাকে সোনারপুরে একটি বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে আটকে রাখে। অভিযোগ, দু’দিন ধরে অভিযুক্তেরা ওই বধূকে মারধর করে ও তাঁকে বেশ কয়েক বার ধর্ষণ করে। পুলিশ জানায়, শুক্রবার মহিলাকে ক্যানিংয়েও নিয়ে যায় অভিযুক্তেরা। তবে সেখান থেকে ওই বধূ অভিযুক্তদের নাগাল ছাড়িয়ে পালিয়ে গিয়ে প্রথমে রেল পুলিশের দ্বারস্থ হন। পরে সোনারপুর জিআরপির আধিকারিকদের পরামর্শ মেনে ওই বধূ সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement