—ফাইল চিত্র।
গাছের অডিট শুরু হওয়ার মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে দু’টি মেহগনি গাছের চারা উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠল। ক্যাম্পাসে গাছ কাটার প্রতিবাদে বুধবার পড়ুয়ারা ওই গাছ দু’টি লাগিয়েছিলেন।
ক্যাম্পাস থেকে দু’-দু’টি মেহগনি গাছ কেটে উধাও হয়ে যাওয়ার পরে পড়ুয়াদের একাংশ গাছ পোঁতার সিদ্ধান্ত নেন। সেই মতো বুধবার ক্যাম্পাসে ঝিলের কাছে দু’টি মেহগনি গাছের চারা তাঁরা লাগান। এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র তিতাস গঙ্গোপাধ্যায় শুক্রবার জানান, বৃহস্পতিবার সকাল থেকেই ক্যাম্পাসে গাছের অডিট শুরু হয়েছে। তাঁরা যা খবর পেয়েছেন, গাছের চারা দু’টিকে বৃহস্পতিবার রাতে উপড়ে ফেলা হয়েছে। কে বা কারা এমন কাজ করল তা খুঁজে বার করার জন্য এ দিন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে তাঁরা জানিয়েছেন। তিতাস এ দিন জানান, মঙ্গলবারের মধ্যে যদি কর্তৃপক্ষ দোষীদের চিহ্নিত করতে না পারেন, তবে তাঁরা আন্দোলনে নামবেন। বিক্ষোভের পাশপাশি গাছও পোঁতা হবে।
দু’টি বড় মেহগনি গাছ কাটার বিষয়টি দিনের আলোয় আসার পরেই যাদবপুরের অন্দরে এর পিছনে কোনও চক্র সক্রিয় কি না, সে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রথম গাছ কাটার ঘটনা জানাজানির পরে কর্তৃপক্ষ কিছু বিধিনিষেধও জারি করেছেন। কিন্তু এর পরেও দু’টি মেহগনি চারাগাছ উপড়ে ফেলার অভিযোগ উঠল। এ দিন রেজিস্ট্রার বলেন, ‘‘ছাত্রেরা আমায় অভিযোগ জানিয়েছে। এমন কাণ্ড হলে তা খুবই খারাপ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।’’