Snowfall In Srinagar

শ্রীনগরে তুষারপাত, উচ্ছ্বসিত পর্যটকেরা

ডোডা, রামবান এবং কিশতওয়ার, পুলওয়ামা, বারামুলা, কুলগামের মতো একাধিক এলাকাতে এ দিন তুষারপাত হয়েছে বলে খবর। অন্য দিকে, জম্মুতে প্রবল বৃষ্টিপাত হয়ে চলেছে।

Advertisement

সাবির ইবন ইউসুফ

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৪৭
Share:

মরসুমের প্রথম তুষারপাতে ঢাকল শ্রীনগর। ছবি: পিটিআই।

মরসুমের প্রথম তুষারপাতে ঢাকল জম্মু ওকাশ্মীরের রাজধানী শ্রীনগর।আজ বিকেল থেকে তুষারপাতশুরু হওয়ার পরে নৈসর্গিক বুলেভার্ড রোড থেকে শুরু করে ডাল লেক, সর্বত্রই স্থানীয় লোকজন এবং পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

Advertisement

ডোডা, রামবান এবং কিশতওয়ার, পুলওয়ামা, বারামুলা, কুলগামের মতো একাধিক এলাকাতে এ দিন তুষারপাত হয়েছে বলে খবর। অন্য দিকে, জম্মুতে প্রবল বৃষ্টিপাত হয়ে চলেছে।

তুষারপাতের ফলে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান থেকে জম্মুর রাজৌরি এবং পুঞ্চের সঙ্গে সংযোগকারী মুঘল রোড-সহ বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে। লাদাখ যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও তুষারপাতের ফলে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রবল তুষারপাতের ফলে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমান চলাচল ব্যাহত হয়েছে।

Advertisement

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শ্রীনগরে ৪.৫ সেন্টিমিটার, গুলমার্গে ৬ ইঞ্চি, ফলগামে ৮.২ সেন্টিমিটার, কাজিগুন্দ এবং কোকেরনাগে ৯ সেন্টিমিটার ের মতো তুষারপাত হয়েছে। তুষারপাতের পাশাপাশি আজ ভূস্বর্গের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে বলেও আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement