Madhyamik Exam 2020

পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বিশেষ বাস-অটো

একই সঙ্গে বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডে পরীক্ষার্থীদের জন্য থাকছে ১০০টি অটো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২৬
Share:

পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে চলছে প্রস্তুতি।—ছবি পিটিআই।

মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য কেউ করেছেন বাসের ব্যবস্থা, কেউ অটোর। স্থানীয় কাউন্সিলদের এমন উদ্যোগের পাশাপাশি পরীক্ষার মরসুমে যান নিয়ন্ত্রণের উপরেও বিশেষ নজর রেখেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। মঙ্গলবার, মাধ্যমিকের প্রথম দিনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে গোলাপ, জলের বোতল, কলম তুলে দেন পুলিশকর্তারা। বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় জানান, রাজারহাট থেকে ২০০ পরীক্ষার্থীকে বিনামূল্যে বাসে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এমন পাঁচটি বাস পরীক্ষার দিনগুলিতে চলবে। একই সঙ্গে বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডে পরীক্ষার্থীদের জন্য থাকছে ১০০টি অটো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement