মেট্রোয় যাত্রীদের সঙ্গে মদন মিত্র। শুক্রবার। নিজস্ব চিত্র
ভিড়ের মধ্যে কোনও মতে নিজের জায়গা করে নিলেন হলুদ গেঞ্জি আর রোদচশমা পরা এক ব্যক্তি। পাশে দাঁড়ানো লোকজনের কাছ থেকে জানতে চাইলেন, কী সমস্যা রয়েছে?
প্রশ্নকর্তা রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। আর যাঁদের প্রশ্ন করছিলেন, তাঁরা হলেন মেট্রোর যাত্রী। শুক্রবার বিকেলে এ ভাবেই মেট্রোয় সওয়ার হয়ে যাত্রীদের অভাব-অভিযোগের কথা শুনলেন মদন। তিনি আবার মেট্রোর প্রগতিশীল শ্রমিক-কর্মচারী সংগঠনের সভাপতিও।
এ দিন বিকেলে এসপ্লানেড স্টেশন থেকে মেট্রোর নতুন রেকে চড়ে দমদমে যান মদন। সেখানে মেট্রোর মোটরম্যানদের সভায় যোগ দেন। পরে তিনি জানান, যাত্রীদের অনেক অভাব-অভিযোগ তিনি শুনেছেন। এ দিন সতর্কতা সম্পর্কে বারবার ঘোষণা হওয়ায় অনেক যাত্রীই তাঁকে প্রশ্ন করেছেন, ‘কোনও ভিআইপি যাত্রী ট্রেনে উঠলে তবেই কি এত বার ঘোষণা হয়?’ মদন বলেন, ‘‘মেট্রোয় রোজই কিছু না কিছু ঘটছে। তাতে শুধু মোটরম্যানদের ফাঁসানো হচ্ছে। এ সব ঘটনার জন্য গোটা মেট্রো ব্যবস্থাটাই দায়ী।’’
দমদমে সভা সেরে অবশ্য গাড়িতে চেপেই অন্যত্র যান মদন। এ দিন তিনি বলেন, ‘‘যাত্রীদের কথা ভেবে আবার মেট্রোয় উঠব।’’