কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
প্রতিষ্ঠানের উচ্চপদে চাকরির সুযোগ দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ডিরেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ‘ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং’-র তরফে এই নিয়োগ। সম্পূর্ণ সময়ের জন্য কাজ করতে হবে এই পদে। তবে কাজের মেয়াদ থাকবে এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। প্রতি মাসে এক লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। অধ্যাপক হিসাবে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া দরকার। যদি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা থাকে তা হবে অগ্রাধিকার দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী বিস্তারিত আবেদনপত্র-সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনমূল্যও জমা দিতে হবে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে ১৪ জানুয়ারি ’২৫-র মধ্যে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।