Madan Mitra

বাসমালিকদের সঙ্গে বৈঠকে মদন, শুভেন্দুকে খোঁচা

এ দিন বৈঠকে ভাড়া বৃদ্ধি, পুলিশি নির্যাতন বন্ধ ছাড়াও সরকারি অনুদানের প্রসঙ্গ তোলেন বাসমালিকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ০৩:৫১
Share:

—ফাইল চিত্র

কলকাতার ১৯টি বেসরকারি বাস রুটের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠক করলেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। গত কয়েক দিনে ডিজ়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে বেসরকারি বাসের সঙ্কট আরও তীব্র হয়েছে। এ দিন সিটি সাবার্বান বাস সার্ভিসের আওতায় থাকা বিভিন্ন রুটের প্রতিনিধিরা ওই বৈঠকে যোগ দেন। উল্লেখ্য, মাসখানেক আগে পরিবহণ সংক্রান্ত রাজ্য সরকারের বিশেষ কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মদনবাবু।

Advertisement

এ দিন বৈঠকে ভাড়া বৃদ্ধি, পুলিশি নির্যাতন বন্ধ ছাড়াও সরকারি অনুদানের প্রসঙ্গ তোলেন বাসমালিকেরা। আনলক পর্বে যে সব বাসমালিক বাস চালিয়েছেন, তাঁদের মাসে ১৫ হাজার টাকা করে তিন মাস সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ভাবে ছ’হাজার বাসের জন্য ওই সাহায্য দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, সেই সময়ে রাজ্যের সব বাসমালিককে ওই সাহায্য দেওয়ার দাবি ওঠে মালিক সংগঠনের একাংশের তরফে। মতবিরোধের কারণে সব ক’টি সংগঠনই ওই সাহায্য প্রত্যাখ্যান করে।

এ দিন সিটি সাবার্বান সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘‘গণপরিবহণের সমস্যা মিটিয়ে রাস্তায় আরও বাস চালাতে আমরা সরকারের সাহায্য চেয়েছি।’’

Advertisement

পরে মদনবাবু বলেন, ‘‘গত কয়েক মাসে পরিবহণের সমস্যার কথা সরকারের কাছে ঠিক মতো পৌঁছে দেওয়া হয়নি। যে কোনও কারণেই হোক, প্রাক্তন মন্ত্রী (শুভেন্দু অধিকারী) তা করেননি। বাস, ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, সব সংগঠনের সঙ্গে কথা বলে শ্বেতপত্র তৈরি করে আগামী সাত দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাব। বাসমালিকেরা সহযোগিতা করতে আগ্রহী। আশা করছি, দ্রুত সমস্যা মিটবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement