kolkata

‘শবে বরাতে নমাজ পড়ুন বাড়িতেই’

পার্সি শব্দ ‘শবে’ মানে রাত, আরবি শব্দ ‘বরাত’ অর্থে নিষ্কৃতি পাওয়া। খারাপ কিছু থেকে নিষ্কৃতি চেয়ে শবে বরাতের রাতভর মসজিদ, কবরস্থানে গিয়ে প্রার্থনা করেন মানুষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ০৩:২৭
Share:

ফাইল চিত্র

বাড়ির বাইরে গিয়ে নয়, কোনও খারাপ কিছু থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করুন ঘর থেকেই। আগামী ৯ এপ্রিল শবে বরাত। সেই উপলক্ষে লকডাউনের বিধি মেনে বাড়ি থেকে প্রার্থনা করতে সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছেন নাখোদা মসজিদ, ফুরফুরা শরিফ-সহ ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ।

Advertisement

পার্সি শব্দ ‘শবে’ মানে রাত, আরবি শব্দ ‘বরাত’ অর্থে নিষ্কৃতি পাওয়া। খারাপ কিছু থেকে নিষ্কৃতি চেয়ে শবে বরাতের রাতভর মসজিদ, কবরস্থানে গিয়ে প্রার্থনা করেন মানুষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইসারত আলি মোল্লা বলেন, “এখন লকডাউন চলছে। সকলকে বিধি মেনে ওই রাতে বাড়ি থেকেই প্রার্থনা করতে আবেদন করছি।”
নাখোদা মসজিদের ট্রাস্টি নাসের ইব্রাহিম একটি নোটিসের মাধ্যমে সকলের কাছে আবেদন জানিয়ে বলেন, “করোনা মোকাবিলায় আমাদের সকলকে ভীষণ সতর্ক থাকতে হবে। শবে বরাতে বাড়িতেই নমাজ পড়ুন, কোরান পাঠ করুন। ওই রাতে কোনও ভাবেই বাইরে বেরোবেন না। কবরস্থানে ভিড় করবেন না।” নাখোদার ইমাম সফিক কাশেমির কথায়, “লকডাউন চলায় সারা দেশ তথা রাজ্যে দূষণ অনেক কমেছে। অনেকেই শরিয়ত বিধি অমান্য করে প্রতি বছর ওই রাতে বোমা-বাজি ফাটান। এটা অনুচিত। এতে দূষণও বাড়বে।” এ বিষয়ে পুলিশকেও সতর্ক থাকতে আবেদন জানান তিনি।

বিধি মেনে রীতি পালনের ডাক দিয়েছেন ফুরফুরা শরিফের মুখ্য নির্দেশক ত্বহা সিদ্দিকি। তাঁর কথায়, “ওই রাতে কেউ ফুরফুরা দরবার শরিফে আসবেন না। বাড়ি থেকে প্রার্থনা করুন।” রেড রোডে ইদের নমাজের ইমাম ফজলুর রহমান
বলেন, “লকডাউনের পর থেকে বাড়িতেই নমাজ পড়ছি। শবে বরাতের রাতেও তাই করব। আপনারাও বাড়িতে নমাজ পড়ুন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement