Kali pujo 2020

পুজো শুরু একটু পরেই, দেখুন কালীঘাটের এই মুহূর্তের ছবি

মানে কালীপুজোর দিন কালীঘাটের দেবী পূজিতা হবেন লক্ষ্মী রূপে। প্রথমে হবে অলক্ষ্মী বিদায়। তারপর শুরু হবে মা লক্ষ্মীর পুজো।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ১৬:২০
Share:
Advertisement

সেজে উঠেছে কালীঘাট। চলছে শেষ পর্বের প্রস্তুতি। ৫১ পীঠস্থানের অন্যতম এই মন্দির। এখানে দেবীর ডানপায়ের আঙুল পড়েছিল। শনিবার, মানে কালীপুজোর দিন কালীঘাটের দেবী পূজিতা হবেন লক্ষ্মী রূপে। প্রথমে হবে অলক্ষ্মী বিদায়। তারপর শুরু হবে মা লক্ষ্মীর পুজো। দক্ষিণা কালীকেই এদিন লক্ষ্মী রূপে পুজো করা হবে। রাতে নয়, সন্ধ্যার সময়েই পুজো হয়ে যাবে এইদিন। এমনই নিয়ম চলে আসছে। সেই কারণেই প্রতি বছরের মতো এবারেও চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন মন্দিরের সেবায়েতরা। এই বছর করোনা প্রকোপের কারণে মন্দির সকাল ৬টা থেকে ১টা পর্যন্ত ও বিকেল ৪টে থেকে ১১টা পর্যন্ত খোলা থাকছে। থাকছে কড়াকড়ি। মানতে হবে স্বাস্থ্যবিধি। মাস্ক পরা বাধ্যতামূলক। সব সুরক্ষাবিধি এবার মানা হচ্ছে। কালীপুজোর দিনেও কোনও ছাড় থাকছে না এই বছরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement