ছবি: ফেসবুক
• নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলার স্বপ্ন পূরণ হবে।
• যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের সহযোগিতায় এক নতুন সোনার বাংলা তৈরি করবে বিজেপি, বললেন অমিত শাহ।
• কৃষকদের অ্যাকাউন্ট নম্বর দেননি মমতা, তাহলে কী করে সরকার টাকা পাঠাবে? প্রশ্ন তুললেন অমিত শাহ।
• ১০ বছরে উধাও মা মাটি মানুূষের স্লোগান
• ‘মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নীতি, ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো।’ বললেন অমিত শাহ
• অনুপ্রবেশ রুখতে পারবে না তৃণমূল সরকার।
• পশ্চিমবঙ্গের সরকার অনুপ্রবেশকারীদের ঢোকার পথ করে দিয়েছে।
• বাংলার কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে বিজেপি যে কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা পৌঁছতে দেয়নি বর্তমান সরকার।
• বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• ‘বাংলায় ক্ষমতায় আসার প্রথম মন্ত্রিসভার আলোচনাতেই আমরা ঠিক করব, যাতে পুরো রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান।’ বললেন অমিত শাহ।
• বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে আপনি পিছিয়ে দিয়েছেন, মমতাকে আক্রমণ অমিত শাহের।
• ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে মানুষ পরিবর্তন করেছিলেন, কিন্তু কী হল এই দশ বছরে’, প্রশ্ন তুুললেন অমিত শাহ।
• পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে আমরা তৃণমূল সরকারকে উপড়ে ফেলে দেব, বললেন অমিত।
• সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ
সভায় তাঁর আসার কথা থাকলেও, শেষ মুহূর্তে বঙ্গ সফর বাতিল করেছেন অমিত শাহ। তারপর ভার্চুয়ালি বিজেপির যোগদান মেলায় বক্তব্য রাখছেন তিনি।