রূপান্তরকামী সমাজকর্মীকে নিগ্রহ

শনিবারের ওই ঘটনার পরে ভবানীপুর থানার দ্বারস্থ হয়েছেন সমাজকর্মী রঞ্জিতা সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৯ ০৩:১৫
Share:

এ দেশে তৃতীয় লিঙ্গভুক্তদের সমানাধিকারের কথা সর্বোচ্চ আদালতের একাধিক গুরুত্বপূর্ণ রায়ে বলা হয়েছে। তবু ট্রান্সফোবিয়া বা হোমোফোবিয়ার মতো বিদ্বেষমূলক মানসিকতা এখনও যে অনেকের মধ্যেই রয়েছে, তা ফের দেখা গেল। শহরের একটি গয়না-বিপণিতে কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ উঠল ট্রান্সজেন্ডার উন্নয়ন বোর্ডের প্রাক্তন সদস্যা ও তাঁর আত্মীয়াকে নিগ্রহের। শনিবারের ওই ঘটনার পরে ভবানীপুর থানার দ্বারস্থ হয়েছেন সমাজকর্মী রঞ্জিতা সিংহ। ভবানীপুর থানার পুলিশের বক্তব্য, ‘‘তৃতীয় লিঙ্গভুক্ত মানুষের সঙ্গে কী ভাবে কথা বলতে হয়, সে-বিষয়ে ওই বিপণির রক্ষীদের তালিমের অভাব ছিল। তবে ওঁরা অভিযোগকারিণীর কাছে ক্ষমা চেয়েছেন।’’ সংশ্লিষ্ট বিপণিটির তরফে ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি। রবিবার রঞ্জিতা বলেন, ‘‘গয়নার দোকানের কর্তৃপক্ষ সোমবার লিখিত ভাবে আমার কাছে ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন। এত দিন বাদেও আমায় এমন হেনস্থা হতে হলে সাধারণ রূপান্তরকামী-হিজড়েরা কলকাতায় কী অবস্থা রয়েছেন!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement