Indian Railways

খোলা লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা থেকে বাঁচল ট্রেন

রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিকেল সাড়ে তিনটে নাগাদ ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনটি আসছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ০২:১১
Share:

এই ঢালাই মেশিনকেই ধাক্কা মারে ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল। রবিবার, সোনারপুর স্টেশনের কাছে। নিজস্ব চিত্র

শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনের কাছে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল। রবিবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে বলে রেল সূত্রের খবর।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর ও সুভাষগ্রাম রেল স্টেশনের মাঝে ফেলে যাওয়া একটি ঢালাই মেশিনকে ধাক্কা মারে ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল। ওই ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। যদিও ওই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছন আরপিএফ এবং জিআরপির আধিকারিকেরা। কোনও লেভেল ক্রসিং না থাকায় ওই দুর্ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ।

রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিকেল সাড়ে তিনটে নাগাদ ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনটি আসছিল। ওই সময়ে একটি ঢালাই মেশিন সঙ্গে নিয়ে কয়েক জন শ্রমিক সুভাষগ্রাম ও সোনারপুর স্টেশনের মাঝে চণ্ডীতলা বাজার সংলগ্ন রেললাইন পেরোচ্ছিলেন। তাঁরা ট্রেনটিকে আসতে দেখে ঢালাই মেশিনটি রেললাইনের উপরে রেখে পালিয়ে যান।

Advertisement

দ্রুত গতিতে আসা ট্রেনটি এসে ঢালাই মেশিনে সজোরে ধাক্কা মারলে সেটি প্রায় কয়েকশো মিটার দূরে ছিটকে গিয়ে পড়ে। কিছুটা যাওয়ার পরে ট্রেনটি দাঁড়িয়ে যায়।

ঘটনার পরে রেলের বিশেষজ্ঞদের একটি দল এসে ট্রেনটির ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন। ওই ঘটনায় ট্রেনের পাশাপাশি রেললাইনেরও ক্ষতি হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন সারাইয়ের কাজ শুরু করেন রেলের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চণ্ডীতলা বাজার সংলগ্ন রেললাইনে প্রায়শই ঘটে দুর্ঘটনা। েই ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।

বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত ডাউন লাইনে বন্ধ ছিল ট্রেন চলাচল। ট্রেনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিকে কারশেডে পাঠানো হয়েছে বলে রেল সূত্রের খবর। দুর্ঘটনার পরে ডাউন লক্ষ্মীকান্তপুর ট্রেনটির সামনের ইঞ্জিন চালু হচ্ছিল না।

পরবর্তীতে পিছনের ইঞ্জিনের সাহায্যে ধীরে ধীরে ট্রেনটিকে প্রথমে বারুইপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের বারুইপুর স্টেশনে নামানোর পরে ট্রেনটিকে সোনারপুর কারশেডে নিয়ে যাওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement