প্যারিস কাণ্ডের প্রতিবাদে বামেরা

বামেদের সাম্প্রদায়িকতা বিরোধী প্রচারে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার পাশাপাশি এ বার ঠাঁই পাবে প্যারিসের সন্ত্রাস কাণ্ডও। শুক্রবার ১৭টি বাম দলের বৈঠকের পরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এ কথা জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ২২:১৩
Share:

বামেদের সাম্প্রদায়িকতা বিরোধী প্রচারে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার পাশাপাশি এ বার ঠাঁই পাবে প্যারিসের সন্ত্রাস কাণ্ডও। শুক্রবার ১৭টি বাম দলের বৈঠকের পরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এ কথা জানান। তিনি বলেন, ‘‘১ থেকে ৫ ডিসেম্বর রাজ্য জুড়ে প্রচার ও পথসভা করা হবে। ৬ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ কলকাতায় দু’টি বড় মিছিল হবে।’’ ওই দিনই শহিদ মিনার ময়দানে সিপিআইয়ের সভা আছে। পাশাপাশি, ওই দিনই মিছিলের শেষে গাঁধী মূর্তির পাদদেশে সভা করবে তৃণমূলও। বিমানবাবু বলেন, ‘‘সকলের উদ্দেশ্যই এক। সুতরাং, কোনও অসুবিধা হবে বলে মনে হয় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement