প্রতীকী ছবি।
দু’বছর আগের সিসিটিভি ফুটেজ দেখে চোরকে ধরল লালবাজার। শিয়ালদহের একটি লটারির দোকানে চুরির ঘটনার তদন্তে নেমে দেগঙ্গা থেকে ওই চোরকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আলি আমিন মণ্ডল।
লালবাজারের এক কর্তা জানান, শিয়ালদহ এলাকার দু’টি দোকান ছাড়াও কাশীপুর ও টালায় চুরির ঘটনাতেও সে যুক্ত বলে ধৃত জেরায় জানিয়েছে। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী জানান, ধৃতকে শুক্রবার শিয়ালদহ আদালতে তোলা হলে ৮ নভেম্বর পর্যন্ত তার পুলিশি হেফাজত হয়।
তদন্তকারীরা জানান, ২৫ অগস্ট শিয়ালদহের জগৎ সিনেমার কাছে একটি লটারির দোকান থেকে টিকিট ও কয়েক লক্ষ টাকা চুরি হয়। মুখ অর্ধেক কাপড়ে ঢাকা থাকায় ফুটেজ দেখেও চোরকে শনাক্ত করতে পারেননি লালবাজারের গোয়েন্দারা। সেপ্টেম্বরে কাশীপুরের একটি প্রসাধনীর দোকান থেকে একই কায়দায় চুরি হয়।
তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, শিয়ালদহের আরও একটি লটারির দোকানে বছর দুয়েক আগে একই ভাবে চুরি হয়েছিল। সেই দোকানের মালিক জানান, চুরি যাওয়া টিকিট দেগঙ্গা, হাবড়া, বারাসতে বিক্রি হয়েছিল। তখনকার একটি সিসিটিভির ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করতে পারেন তদন্তকারীরা। বোঝা যায়, দু’টি চুরি করেছে একই ব্যক্তি। এর পরে দেগঙ্গায় আমিনের খোঁজ মেলে।