মৃত পুলিশ কনস্টেবেল রুনু বিশ্বাস। নিজস্ব চিত্র
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক মহিলা কনস্টেবলের। মৃতের নাম রুনু বিশ্বাস (২৮)। তিনি আর্মহার্স্ট স্ট্রিট থানায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুনু বাগুইআটির বাসিন্দা ছিলেন।১১ দিন আগে তিনি একটি সন্তানের জন্ম দেন। তার পরেই হঠাৎ জ্বরে আক্রান্ত হন। তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। বিভিন্ন পরীক্ষার পর জানা যায়, তাঁর ডেঙ্গি হয়েছে। ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। বুধবার সকালে সেখানেই রুনুর মৃত্যু হয়।
শহর থেকে গ্রাম—প্রায় সর্বত্রই ডেঙ্গির আতঙ্কে কাঁপছেন রাজ্যবাসী। ইতিমধ্যে রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গিয়েছে বলে সরকারি সূত্রে খবর। বেসরকারি ভাবে সংখ্যাটা আরও বেশি। কলকাতাতেও দ্রুত ছড়িয়ে পড়ছে ডেঙ্গির প্রকোপ। ইতিমধ্যে কলকাতায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা তিন হাজারের কাছাকাছি। ডেঙ্গির মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ভূমিকায়অ সন্তুষ্ট পুরসভা। স্বাস্থ্য বিভাগকে ইতিমধ্যেই আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:সরকার গড়ুক বিজেপি-শিবসেনা, বিরোধী আসনে বসবে এনসিপি-কংগ্রেস: শরদ পওয়ার
আরও পড়ুন:ফের রাজ্যে সক্রিয় ডি-কোম্পানির লটারি, পাকিস্তান থেকে আসা ফোনে প্রতারিত অনেকে