kolkata weather

নভেম্বরের শেষ দিনে তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি, কবে আবার নামবে পারদ, কী বলছে হাওয়া অফিস

বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৫ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ০৯:২০
Share:

আগামী ২৪ ঘণ্টা আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। —ফাইল চিত্র।

ডিসেম্বর মাস পড়তে আর এক দিন বাকি। কলকাতায় শীতের শুরু বলা যায়। কিন্তু নভেম্বর মাসের শেষ দিনেও তাপমাত্রার পারদ কমেনি। আলিপুর আবহাওয়া সূত্রের খবর, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৫ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর। আগামী ২৪ ঘণ্টা আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement

মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বেড়েছে। এ ছাড়াও উত্তুরে হাওয়ার দাপট জোরালো না হওয়ায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

যদিও বৃহস্পতিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দিন দুয়েক পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবার শীত শীত ভাব ফিরে আসবে বলে জানাচ্ছেন আবহবিদরা। এ বছর নভেম্বর মাসেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে নেমেছিল। যার জেরে শীতের আগমনের আগেই ঠান্ডার আমেজ ছিল শহরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement