Rickshaw Driver

Kolkata to Siachen: এ বার রিকশায় সত্যেনের সিয়াচেন যাত্রা

এই অভিযাত্রীকে নিয়ে নির্মিত জাতীয় পুরস্কার প্রাপ্ত তথ্যচিত্র ‘লাদাখ চলে রিকশাওয়ালা’ দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ০৫:২৬
Share:

অভিযান: সঙ্গী নিয়ে যাত্রা শুরু সত্যেনের। —নিজস্ব চিত্র।

এ বার রিকশা চালিয়ে সিয়াচেন যাত্রা! আগেই গিয়েছিলেন রিকশা করেই লাদাখে। কলকাতা থেকে সিয়াচেন প্রায় সাত হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে রবিবার বিকেলেই নিজের রিকশা নিয়ে যাত্রা করলেন গড়িয়ার সত্যেন দাস। মধ্য পঞ্চাশের সত্যেন তাঁর যাত্রাপথে বৃক্ষরোপণ করবেন, বিশ্ব উষ্ণায়ন ও করোনা প্রতিরোধ নিয়ে প্রচারও করবেন।

এই অভিযাত্রীকে নিয়ে নির্মিত জাতীয় পুরস্কার প্রাপ্ত তথ্যচিত্র ‘লাদাখ চলে রিকশাওয়ালা’ দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। ২০১৪ সালে সত্যেন প্রথম লাদাখ যান রিকশা নিয়ে। ২০১৭ সালে দ্বিতীয় বার। ‘থ্রি ইডিয়টস্’-এর বাস্তব চরিত্র সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা হয় সে বার। সত্যেন বলেন, ‘‘রিকশাটি রেখে দিয়েছেন সোনম। এ বারেও তাঁর সঙ্গে দেখা করে পথচলার পুরনো সঙ্গীকে স্পর্শ করে আসতে লাদাখের উলেইতোপকো গ্রামে যাব।’’

Advertisement

রাজারহাট-গোপালপুরের কালীতলা থেকে বাইকচালকদের একটি দল সত্যেনের এই সিয়াচেন যাত্রার ব্যবস্থা করেছে। যার সূচনা করে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘‘রিকশা চালিয়ে সিয়াচেন বা লাদাখ যাওয়ার কথা ক’জন ভাবতে পারেন! সরকারি ভাবে ওঁকে সাহায্যের কথা ভাবা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement