মুষলধারে বৃষ্টিতে জল জমে যায় কলকাতার রাস্তায়। —নিজস্ব চিত্র।
মিনিট চল্লিশের একটানা বৃষ্টি। আর তাতেই জল থইথই কলকাতার বিভিন্ন রাস্তা। রবিবার হওয়ায় এ দিন অফিসযাত্রীদের ভিড় নেই। তবে যাঁরা পথে বেরিয়েছিলেন, ভোগান্তিতে পড়লেন তাঁরা সকলেই।
বঙ্গে এখনও বর্ষার আগমন হয়নি। তবে ঘনঘোর বর্ষারই যেন দেখা মিলল এ দিন। বিকেল ৪টে নাগাদ আচমকাই মুষলধারে বৃষ্টি শুরু হয়। তার সঙ্গে বইতে থাকে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। প্রবল বৃষ্টির জেরে জল জমে যায় মধ্য কলকাতার পার্ক স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক-সহ বিভিন্ন রাস্তায়, এমনকি এজেসি বোস রোড ফ্লাইওভারেও। জমা জল ঠেলেই কোনও রকমে গন্তব্য পৌঁছনোর চেষ্টা করেন অনেকে।
সেন্ট্রাল অ্যাভিনিউতে এমন এক ব্যক্তির দেখা মিলল। রাস্তার জমা জল পেরিয়ে পার্ক স্ট্রিট থেকে মোটরবাইক ঠেলে ঠেলে নিয়ে আসছেন। সে ভাবেই কোনও রকমে এগোনোর চেষ্টা করছেন। বিরক্তির সুরেই সে কথা জানালেন তিনি।
আরও পড়ুন: মুষলধারে বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, জলমগ্ন কলকাতা
আরও পড়ুন: বাসে উঠলেই দিতে হচ্ছে ১০ টাকা! বিরক্ত যাত্রীরা
দিনভর ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি অনেকের কাছে স্বস্তি এনে দিল ঠিকই। তবে সেই সঙ্গে এটাও যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রবল বর্ষণের হাত থেকে রক্ষা পাওয়ার মতো নিকাশি ব্যবস্থার এখনও অভাব রয়েছে শহর কলকাতায়।