—ফাইল চিত্র।
অভিনেতা জিতু কমলের গাড়িতে ধাক্কা মারার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ওই রাতে ঠিক কী ঘটেছিল, তা জানার জন্য পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।
পুলিশ সূত্রের খবর, ওই অভিনেতার দাবি, বৃহস্পতিবার রাতে লালবাজার কন্ট্রোল রুমে ফোন করার পরে তাঁকে তিন-তিনটে থানা থেকে ফোন করা হয়। কিন্তু তিন থানাই ঘটনাস্থল তাদের এলাকায় নয় জানিয়ে দায় এড়িয়ে যায়। এরও আধ ঘণ্টা পরে পঞ্চসায়র থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
কলকাতা পুলিশের ডি সি (ইস্ট) বিশ্বজিৎ ঘোষ জানান, ওই রাতে কন্ট্রোল রুম থেকে কোন কোন থানার কাছে ফোন গিয়েছিল, কারা সেই সময়ে ডিউটিতে ছিলেন এবং তাঁদের কোনও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। যদিও শুক্রবার পুলিশ জানিয়েছিল, এই ঘটনায় কোনও গাফিলতি হয়নি। বরং আধ ঘণ্টার মধ্যেই পঞ্চসায়র থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই অভিনেতাকে থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করতে বলে। কিন্তু তিনিই যেতে রাজি হননি। পুলিশের এই দাবি উড়িয়ে দিয়ে জিতু জানিয়েছিলেন, তাদের গড়িমসির জন্যই তিনি রাতে থানায় যাননি। শুক্রবার সকালে যাবেন বলে চলে যান। অভিনেতার এই দাবির পরেই ডিসি-র এমন নির্দেশ।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।