Kolkata police

অগ্নিদগ্ধ অবস্থায় ছুটে বেড়াচ্ছেন বৃদ্ধা! ১০০ ডায়ালে ফোন প্রতিবেশীর

বাসন্তীদেবী এসএসকেএম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। শরীরের অধিকাংশ অংশ পুড়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৪
Share:

প্রতীকী চিত্র।

রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধ হলেন বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে জোড়াবাগান থানা এলাকার বাবুরাম ঘোষ লেনে। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ বাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ অবস্থায় ওই বৃদ্ধাকে ছোটাছুটি করতে দেখেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তাঁরা কলকাতা পুলিশের ১০০ ডায়ালে ফোন করে বিষয়টি জানান। ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশ। ৭৯ বছরের বৃদ্ধা বাসন্তী লাহাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

কী ভাবে তিনি অগ্নিদগ্ধ হলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার অফিসারেরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের। পারিবারিক সমস্যার জেরে আত্মহত্যার চেষ্টা নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। বাসন্তীদেবী এসএসকেএম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। শরীরের অধিকাংশ অংশ পুড়ে গিয়েছে।

আরও পড়ুন: ভুল করে কাটা লটারির টিকিটে ৩ কোটি ৩২ লাখের বেশি টাকা জিতল দম্পতি

Advertisement

আরও পড়ুন: ‘কৃষক বিরোধী’ মমতা: চি‌ঠি লিখে, টুইট করে তোপ ধনখড়ের​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement