Kolkata Police

হাতে ট্যাটু, পরনে শাড়ি, বাগবাজার ঘাট থেকে উদ্ধার মহিলার বস্তাবন্দি পচাগলা দেহ

কলকাতা উত্তর বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, বস্তার মধ্যে এক মহিলার মৃতদেহ রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ১০:৫৪
Share:

প্রতীকী ছবি।

বাগবাজার ঘাটে বস্তাবন্দি অবস্থায় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালের ঘটনা।

Advertisement

এ দিন সকালে বস্তাটিকে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই পুলিশে খবর দেন। কলকাতা উত্তর বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, বস্তার মধ্যে এক মহিলার মৃতদেহ রয়েছে।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই মহিলাকে খুন করে বস্তায় ঢোকানো হয়েছে। মহিলার দু’হাতেই ট্যাটু করা রয়েছে। একহাতে লেখা ‘রূপা’ এবং অন্য হাতে ‘ওঁ’ লেখা এবং একটি ত্রিশূলের ছবি আঁকা। মহিলার পরনে ছিল হলুদ আর সবুজ রঙের শাড়ি। তবে ওই মহিলার পরিচয় এখন জানতে পারেনি পুলিশ।

Advertisement

আরও পড়ুন: ১৫০ ছুঁল পেঁয়াজ, ভরসা দিচ্ছে না টাস্ক ফোর্স

পুলিশ জানিয়েছে, মহিলার মুখ সম্পূর্ণ ভাবে বিকৃত করা হয়েছে। কী ভাবে তাঁকে খুন করা হয়েছে, তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মন্ত্রিসভায় ছাড়পত্র পেলেও সংসদে কবে পেশ হবে নাগরিকত্ব বিল তা নিয়ে নাটক জারি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement