দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের তৎপরতা। —নিজস্ব চিত্র
বেপরোয়া বাইক ধরতে গিয়ে এবার হাত ভাঙল খোদ ওসির। ঘটনাটি ঘটেছে বন্দর এলাকায়। পুলিশ সূত্রে খবর, সোমবার আড়াইটে নাগাদ বেপরোয়া বাইক আরোহীদের পাকড়াও করার জন্য নাকা চেকিং চলছিল পশ্চিম বন্দর এলাকার ব্রুকফিল্ড রোডে।
পুলিশ সূত্রে খবর, আনলকডাউন পর্বে ফের কলকাতার রাস্তায় হেলমেট বিহীন বাইক আরোহীদের উপদ্রব দেখা যাচ্ছে। বেপরোয়া বাইকের বাড়বাড়ন্ত রুখতে তাই নগরপালের নির্দেশে বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে পুলিশ। সোমবার ব্রুকফিল্ড রোডের ওই নাকা চেকিংয়ে ছিলেন পশ্চিম বন্দর থানার ওসি সুবর্ণ দত্তচৌধুরী নিজেও।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এক বাইক আরোহী হেলমেট ছাড়া আসছিলেন। পুলিশ দেখেই পালাতে যান তিনি। তখন ওসি সুবর্ণবাবু বাইকটিকে ধরার চেষ্টা করেন। কিন্তু বাইক আরোহী তাঁকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী ধাক্কা মারে ওসিকে। তিনি পড়ে গেলে তাঁর বাঁ হাতের উপর দিয়ে বাইক চলে যায়।
আরও পড়ুন: সবার জন্য মেট্রো চান মুখ্যমন্ত্রী ।। এখনই নয়, বলছে মেট্রো
আরও পড়ুন: ‘ডাক্তাররা ছুঁয়েও দেখলেন না’, নিথর সন্তানকে জড়িয়ে ধরে বাবা-মার হাহাকার
বন্দর ডিভিশনের এক পুলিশ কর্তা বলেন, ওসির বাঁ-হাতে হাড়ে চোট লেগেছে। বাইক আরোহী পালিয়ে গিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে পাকড়াও করার চেষ্টা চলছে। ২৭ জুন রাতে বিশেষ নাকা তল্লাশি চালানো হয় শহরজুড়ে। তাতে ৭০১টি বাইকের বিরুদ্ধে মামলা করা হয়। কলকাতা পুলিশ সূত্রে খবর, বেপরোয়া বাইকের বিরুদ্ধে এখন টানা অভিযান চালানো হবে।