lock down

লকডাউন নিয়ে প্রচারে পুলিশের অস্ত্র গান, ভিডিয়ো

লকডাউনকে সফল করতে এ ভাবেই শহরের রাস্তায় রাস্তায় প্রচার করতে দেখা গেল কলকাতা পুলিশকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২০ ০২:৪২
Share:

লকডাউন সফল করতে শহরের রাস্তায় রাস্তায় কলকাতা পুলিশ—নিজস্ব চিত্র

কোথাও মাইক্রোফোন হাতে রাস্তায় দাঁড়িয়ে গলা ছেড়ে গান গাইছেন পুলিশ আধিকারিকেরাই। কোথাও আবার দেখানো হচ্ছে সলমন-ক্যাটরিনা-অক্ষয়ের ভিডিয়ো। লকডাউনকে সফল করতে এ ভাবেই শহরের রাস্তায় রাস্তায় প্রচার করতে দেখা গেল কলকাতা পুলিশকে।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে, একডালিয়া এভারগ্রিনের পিছনের আবাসন এবং ম্যান্ডেভিল গার্ডেন্সের রাস্তায় যেমন মাইক্রোফোন হাতে গান গাইলেন গড়িয়াহাট থানার অফিসার ইন-চার্জ সৌম্য বন্দ্যোপাধ্যায় ও থানার সার্জেন্ট দেবজিৎ মুখোপাধ্যায়। অঞ্জন দত্তের বিখ্যাত ‘বেলা বোস’ গানের সুরে তাঁরা গাইলেন— ‘হাঁচি, কাশি, জ্বর-সর্দি শ্বাসকষ্ট হলে, চলে যাও সোজা হসপিটালে/ হ্যালো ২৩৪-১২৬০০, ডাক্তাররা পারছে কী শুনতে?/ থাকো না একটু ঘরবন্দি হয়ে, মিটার যাচ্ছে বেড়ে ওই কোভিড আক্রমণে,/ সাবধান হতে বলছে সরকার।’

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখেও দেখা গেল মাস্ক, গ্লাভস পরে টর্চ জ্বালিয়ে আর গান গেয়েই স্থানীয়দের সচেতন করার কাজ করছেন পুলিশকর্মীরা। আর দু’পাশের আবাসনের বারান্দা থেকে বাসিন্দারাও মোবাইলের টর্চ জ্বেলে পাল্টা অভিনন্দন জানাচ্ছেন ওই পুলিশকর্মীদের। থানা সূত্রের খবর, বেলা বোসের সুরে প্রচার করতে ওই গানের কথাগুলো লিখেছেন সার্জেন্ট দেবজিৎই। তবে এর আগে বুধবার নিজেদের এলাকার আবাসনগুলির বাইরে গান গেয়ে স্থানীয়দের সচেতন করার কাজ করেছিলেন এন্টালি থানার পুলিশ আধিকারিকেরাও।

Advertisement

অন্য দিকে, বৃহস্পতিবার মহম্মদ আলি পার্কের আবাসনগুলিতে লকডাউন নিয়ে প্রচারে জোড়াসাঁকো থানার পুলিশের হাতিয়ার ছিল অভিনেতাদের ভিডিয়ো। সলমন খান, অক্ষয়কুমার ও ক্যাটরিনা কাইফের ভিডিয়ো দেখানো হয় বাসিন্দাদের। ওই ভিডিয়োয় করোনাভাইরাস নিয়ে গা-ছাড়া মনোভাব সরিয়ে রেখে সরকারের কথা শোনার এবং সকলকে ঘরে থাকার অনুরোধ করেছেন ওই তারকারা। জোড়াসাঁকো থানা সূত্রের খবর, এলাকায় হিন্দিভাষী মানুষ বেশি থাকায় বলিউডের তারকাদের আবেদন সাধারণের কাছে সহজে পৌঁছবে বলে মনে করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement