crime

গাড়ি ভাড়া করে গয়নার দোকানে হানা, পুলিশের জালে বিহারের গ্যাং

ধৃতদের ডেরায় হানা দিয়ে উদ্ধার হয়েছে তালা ভাঙার জিনিসপত্র, বেশ কিছু ভাঙা তালা, চাবি নকল করার সরঞ্জাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৭
Share:

উদ্ধার চুরির সরঞ্জাম (বাঁ দিকে), সিসিটিভি ফুটেজে পাওয়া দুষ্কৃতীদের গাড়ির ছবি । নিজস্ব চিত্র।

রীতিমতো গাড়ি ভাড়া করে চুরি! তা-ও আবার গয়নার দোকানে। মঙ্গলবার রাতে এমনই একটি গ্যাংয়ের হদিশ পেলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। গ্রেফতার করা হয়েছে দলের ছ’জনকেই। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এরা বিহারের পূর্ব চম্পারণ এবং মোতিহারি জেলার বাসিন্দা। আনন্দপুর এলাকার গুলশন কলোনিতে বাড়ি ভাড়া করে ডেরা বানিয়েছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

Advertisement

গত কয়েক মাসে কসবা, সার্ভে পার্ক এবং হরিদেবপুর এলাকায় অন্তত তিনটি ঘটনার কথা কলকাতা পুলিশ জানতে পারে, যেখানে দুষ্কৃতীরা গয়নার দোকানের তালা ভেঙেছিল। কিন্তু আশে পাশের লোকজন সতর্ক থাকায় চুরি করে পালানোর আগেই চম্পট দিতে হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক তদন্তকারী বলেন, ‘‘প্রত্যেক়টি ঘটনার তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারছিলাম যে, চোরের দল গাড়ি করে আসে। আমরা কয়েকটি সিসি টিভি ফুটেজও পাই, যেখানে গাড়ি দেখা গিয়েছে। কিন্তু কোনও ভাবেই দলটির হদিশ পাওয়া যাচ্ছিল না।”

শেষে মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের চুরি দমন শাখার আধিকারিকরা ওই দলটির হদিশ পান এবং ৬ জনকেই গ্রেফতার করা হয়। ধৃতদের ডেরায় হানা দিয়ে উদ্ধার হয়েছে তালা ভাঙার জিনিসপত্র, বেশ কিছু ভাঙা তালা, চাবি নকল করার সরঞ্জাম।

Advertisement

গ্রেফতার করা হয়েছে দলের ছ’জনকেই। নিজস্ব চিত্র।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই দলটি নির্দিষ্ট একটা জায়গা থেকে গাড়ি ভাড়া করত না। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভাড়া করত। মূলত বাইপাস সংলগ্ন এলাকা, আনন্দপুর, সার্ভে পার্ক, মাদুরদহতে ছোট গয়নার দোকান টার্গেট করত তারা, যেগুলো মূল বাজার বা লোকালয় থেকে একটু বিচ্ছিন্ন।

এরা কলকাতা ছাড়া পাশ্ববর্তী এলাকাতেও চুরি করেছে বলে ধারণা পুলিশের। এক গোয়েন্দা কর্তা বলেন, ‘‘আমরা আশপাশের পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁদের এলাকাতে এরা কোনও অপরাধ করেছে কি না জানার চেষ্টা চলছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement