Crime

কলকাতায় ৭ লাখ টাকার মাদক ট্যাবলেট-সহ জালে এক বাংলাদেশি-সহ ২

দক্ষিণ বন্দর থানা এলাকার গার্ডেনরিচ থেকে গ্রেফাতার করা হয়েছে কারিফুল শেখকে। বাড়ি মালদার ইংলিশবাজারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৯ ২০:২০
Share:

প্রায় ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। —নিজস্ব চিত্র।

প্রায় সাত লাখ টাকার মাদক ট্যাবলেট (ইয়াবা) বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। উত্তর-পূর্ব ভারত হয়ে এ রাজ্যে মাদক পাচারকারীদের হাত ঘুরে কলকাতায় পৌঁছেছিল প্রায় ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে তা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় এক বাংলাদেশি নাগরিক-সহ দু’জন পুলিশের জালে ধরা পড়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ বন্দর থানা এলাকার গার্ডেনরিচ থেকে গ্রেফাতার করা হয়েছে কারিফুল শেখকে। বাড়ি মালদার ইংলিশবাজারে। অন্য জন অবশ্য বাংলাদেশের শিবগঞ্জের বাসিন্দা, নাম মহম্মদ ইসমাইল হুসেন। কলকাতা-সহ এই মাদকগুলি বাংলাদেশ নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ধৃতদের কাছে পাওয়া গিয়েছে সাতটি প্যাকেট। তার মধ্যে ১৪ হাজার মাদক ট্যাবলেট (এক কেজি ৫০০ গ্রাম) পাওয়া গিয়েছে।

Advertisement

দু’জনকে গ্রেফতার করা হয়েছে। —নিজস্ব চিত্র।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা​

আরও পড়ুন: অধ্যাপক হতে চেয়েছিলেন হৃষীক, ‘অবসাদে আত্মহত্যা’ মানতেই পারছেন না বাবা-মা​

এসটিএফ-এর এক অফিসার জানান, একটি ইয়াবা ট্যাবলেটের দাম প্রায় ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। এর থেকে বেশি টাকাতেও বিক্রি হয়। বিশেষ করে বাংলাদেশ এই মাদক ট্যাবলেটের চাহিদা বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement