Metro station

মেট্রো স্টেশনে অভিযান চালিয়ে ১১ জন মোবাইল চোরকে পাকড়াও করল পুলিশ

সেই সব অভিযোগ খতিয়ে দেখে এ বার কলকাতা পুলিশের ‘ওয়াচ সেকশন’বিশেষ অভিযান চালালো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৯ ২০:৫১
Share:

মেট্রোয় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ছবি: নিজস্ব চিত্র।

মেট্রোতে মোবাইল খোয়া গিয়েছে, এমন অভিযোগ প্রায়ই ওঠে।সেই অভিযোগের বহর দিন দিন বেড়েই চলেছিল। সেই সব অভিযোগ খতিয়ে দেখে এ বার কলকাতা পুলিশের ‘ওয়াচ সেকশন’বিশেষ অভিযান চালালো। শনিবার এসপ্ল্যানেড-সহ বিভিন্ন মেট্রো স্টেশন থেকে মোট ১১ জনকে মোবাইল চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

যাদবপুরে ক্যাম্পাস থেকে এ বারও প্রচুর চাকরি, সর্বাধিক প্যাকেজ বছরে ৪১ লাখ

যাদবপুরের হস্টেলে বহিরাগতদের মদ্যপান, প্রতিবাদ করে মার খেলেন ছাত্রেরা, বিক্ষোভ

Advertisement

কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ১১টি স্মার্টফোন পাওয়া গিয়েছে। তাদের জেরা করে জানা যায়, এই চক্রটি মূলত শহরের বাজারএলাকা, মেট্রো স্টেশন এবং বাসস্ট্যান্ডকে বেছে নিত। তার পর সুযোগ মতো যাত্রীদের মোবাইল চুরি করত। ধৃতদের মধ্যে পাঁচ জনের আগে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ আছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এমন অভিযান এ বার থেকে প্রায়ই চলবে। ওই চক্রটির সঙ্গে আর কারা যুক্ত, সে ব্যাপারেখোঁজখবর ও তল্লাশি চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement