Murder in Kolkata Footpath

কলকাতার রাস্তায় গলায় ফাঁস দিয়ে খুন! সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন এক জনকে ধরল পুলিশ

মৃতের পরিচয় এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক জনকে ধরেছে কলকাতা পুলিশ। রাতে ওই ব্যক্তি মৃতের গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১২:২৮
Share:

কম্পিউটারের স্ক্রিনে অনলাইন ম্যাপ দেখে তথ্য সংগ্রহে ব্যস্ত পুলিশ। — প্রতীকী চিত্র।

কলকাতার জোড়াসাঁকো থানা এলাকায় শ্বাসরোধ করে খুনের অভিযোগে পুলিশের জালে এক যুবক। ধৃতের নাম মহম্মদ সরফরাজ (৩০)। রবিবার রাতে মহাত্মা গান্ধী রোডের ধারে ফুটপাথে মাঝবয়সি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রাত দশটা নাগাদ খবর যায় জোড়াসাঁকো থানায়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাঁর শরীর থেকে রক্তপাতও হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। ফুটপাথের ধার থেকে তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

মৃতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় মামলা রুজু করা হয়। রাস্তার ধারের সিসিটিভি ফুটেজ দেখে রাতেই সরফরাজ নামে এক জনকে শনাক্ত করে জোড়াসাঁকো থানার পুলিশ। অভিযোগ, ফুটপাথের ধারে মাঝবয়সি ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করছিলেন তিনি। ওই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই সরফরাজকে পাকড়াও করে পুলিশ। তাঁর বাড়ি কলকাতার এমএম বর্মণ স্ট্রিট এলাকায়। একটি গামছাও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের সন্দেহ, ওই গামছাটি ব্যবহার করেই শ্বাসরোধ করার চেষ্টা হয়েছিল।

যদিও শ্বাসরোধ করার কারণেই মৃত্যু হয়েছে কি না, সেটি এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের সময় মৃতের শরীর থেকে রক্তপাত হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা। মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা করছে জোড়াসাঁকো থানার পুলিশ। পাশাপাশি রবিবার রাতে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও বিশদ তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement