কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য তৈরি আচরণবিধির খসড়া বাতিল, স্বশাসনের নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বেসরকারিকরণের পথে ঠেলে না দেওয়া সহ বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার অবস্থান-বিক্ষোভ করলেন যাদবপুরের শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
ক্যাম্পাসে অরবিন্দ ভবনে এই অবস্থান-বিক্ষোভে অংশ নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জুটা), শিক্ষক সংগঠন আবুটা এবং কর্মচারী সংসদ। জুটার সহ-সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ‘‘আচরণবিধির খসড়া অগণতান্ত্রিক এবং অসম্মানজনক। তা বাতিল করতে হবে।’’ আবুটা নেতা গৌতম মাইতিও আচরণবিধির খসড়াকে অগণতান্ত্রিক বলে বর্ণনা করেন। যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
পাশাপাশি, দেশের ৬১টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়কেও সম্পূর্ণ স্বশাসন দিয়েছে কেন্দ্র। এর ফলে নতুন পাঠ্যক্রম তৈরি, নতুন বিভাগ চালু, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগ, বিদেশি শিক্ষকদের আনা, তাঁদের জন্য বিশেষ বেতনহার, ক্যাম্পাসের বাইরে পাঠকেন্দ্র, গবেষণার জন্য বিশেষ কেন্দ্র— বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর অনুমতি ছাড়াই সব করতে পারবে যাদবপুর। কিন্তু এই সবই করতে হবে নিজেদের উদ্যোগে টাকা সংগ্রহ করে। তা নিয়েই উঠেছে আপত্তি। এই স্বশাসনের অর্থ শিক্ষার বেসরকারিকরণের দিকে এগিয়ে যাওয়া, এমনই মনে করছেন যাদবপুরের শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ। তাঁদের সমর্থন জানিয়ে এ দিন অবস্থানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং ওয়েবকুটার সদস্যেরা।