পাখিদের জন্য আলো কমানোর ব্যবস্থা

যেখানে শহরের পার্ক ও রাস্তার জোরালো আলোয় পাখিদের ঘুম উড়ে যাওয়ার জোগাড়, সেখানে উল্টো পথে হেঁটে আলোর ক্ষমতা কমাতে চাইছে কলকাতা পুরসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ০১:৫৬
Share:

দেশপ্রিয় পার্কের এই আলোয় রাশ টানবে পুরসভা। ছবি: বিশ্বনাথ বণিক

এ একেবারে উলটপুরাণ!

Advertisement

যেখানে শহরের পার্ক ও রাস্তার জোরালো আলোয় পাখিদের ঘুম উড়ে যাওয়ার জোগাড়, সেখানে উল্টো পথে হেঁটে আলোর ক্ষমতা কমাতে চাইছে কলকাতা পুরসভা। পাখিদের কথা ভেবে দেশপ্রিয় পার্কের আলোকব্যবস্থায় এই পরিবর্তন আনা হচ্ছে বলে পুরসভা সূত্রের খবর। সম্প্রতি এ নিয়ে পুরসভায় একটি বিশেষ বৈঠকও হয়ে গিয়েছে।

পুরসভার এক আধিকারিক জানাচ্ছেন, দেশপ্রিয় পার্কে ২০০ ওয়াটের ৪০টি আলো রয়েছে। সেগুলি সৌরবিদ্যুৎ পরিচালিত।
কিন্তু রাতে অত্যধিক আলোয় পাখিদের অসুবিধা হচ্ছে বলে অভিযোগ জমা পড়েছিল পুরসভায়। কী ভাবে ওই সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে সমাধানসূত্র বার করতেই বৈঠক হয়। বৈঠকে স্থির হয়েছে, ওই পার্কের আলোয় ‘টু-স্টেপ ডিমিং’ ব্যবস্থা চালু করা হবে। এই ব্যবস্থায় রাতে একটি নির্দিষ্ট সময়ের পরে আলোর ক্ষমতা অর্ধেক হয়ে যাবে। সেই অনুযায়ী আলোয় ‘টাইমার’ লাগানো হবে।

Advertisement

নতুন ব্যবস্থা চালু হলে পাখিদের অতিরিক্ত আলোর সমস্যা দূর হবে বলে আশা করছেন পুরকর্তারা। ভোর পাঁচটায় যাতে আলো পুরো নিভে হয়ে যায়, সে জন্য এত দিন ‘টাইমার’ লাগানো থাকত বলে পুরসভা সূত্রের খবর। এখনও সেই ব্যবস্থা চালু থাকবে, জানাচ্ছেন পুরকর্তারা। মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার বলেন, ‘‘বেশি আলোয় পাখিদের অসুবিধা হয়। সে কারণেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement