নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাবে ধাক্কা পুলিশের গাড়ির

এদিন বেন্টিঙ্ক স্ট্রিট ও ওয়াটারলু স্ট্রিটের মোড়ের ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, বেন্টিঙ্ক স্ট্রিটের মাঝ বরাবার পুলিশের গাড়ি ও অ্যাপ ক্যাবটি দাঁড়িয়ে রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ০১:৫৬
Share:

পথ নিরাপত্তা নিয়ে পুলিশের নিয়মিত প্রচারের পরেও ফিরছে না হুঁশ। এ বার নিয়ম ভেঙে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠল খোদ পুলিশের গাড়ির বিরুদ্ধেই। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুলিশের গাড়ি ধাক্কা মারল একটি অ্যাপ-নির্ভর ক্যাবকে। রবিবার, বেন্টিঙ্ক স্ট্রিটের ঘটনা। ধাক্কায় ক্যাবটির চালকের দিকের দরজা দুমড়েমুচড়ে গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে একটি অ্যাপ-নির্ভর ক্যাব যাদবপুর থেকে বড়বাজারের দিকে যাচ্ছিল। সাড়ে ১১টা নাগাদ ক্যাবটি বেন্টিঙ্ক স্ট্রিটে পৌঁছনো মাত্রই মেরেডিথ স্ট্রিট থেকে একটি পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়ি ভাবে ক্যাবটিকে ধাক্কা মারে। ওই ক্যাবের চালক তাপস দাসের কথায়, ‘‘পুলিশের গাড়িটি আমার গাড়ির দিকে বেপরোয়া গতিতে আসতে দেখে আমি গাড়িটি একটু ঘুরিয়ে নিই। সিটবেল্ট পরেছিলাম বলে বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম।’’

দুর্ঘটনার সময় ক্যাবটির পিছনের যাত্রী আসনে বসেছিলেন যাদবপুরের বাসিন্দা সৈকত দাস। তিনি বলছেন, ‘‘আমি তখন গাড়ির মধ্যে মোবাইলে কথা বলছিলাম। হঠাৎই ঝাঁকুনি টের পাই। কাঁধে আঘাত লেগেছে।’’

Advertisement

দুর্ঘটনার পর ক্যাবটি।

এদিন বেন্টিঙ্ক স্ট্রিট ও ওয়াটারলু স্ট্রিটের মোড়ের ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, বেন্টিঙ্ক স্ট্রিটের মাঝ বরাবার পুলিশের গাড়ি ও অ্যাপ ক্যাবটি দাঁড়িয়ে রয়েছে। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পরে হেয়ার স্ট্রিট থানার পুলিশ এসে গা়ড়ি দু’টিকে ক্রেনে করে থানায় নিয়ে যায়। তবে ছুটির দিন হওয়ার দুর্ঘটনার কারণে তেমন যানজটের সৃষ্টি হয়নি।

এ দিন পুলিশের গাড়িটিই যে নিয়ম ভেঙে রাস্তা পার হচ্ছিল, তা স্বীকার করেছেন ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীরা। ক্ষতিগ্রস্ত অ্যাপ ক্যাবের চালকেরও অভিযোগ, ‘‘পুলিশের গাড়িটি মেরেডিথ স্ট্রিট থেকে সোজাসুজি ওয়াটারলু স্ট্রিটের দিকে যাচ্ছিল। ওই সময়ো ওয়াটরলু স্ট্রিটে নো এন্ট্রি বোর্ড ছিল।’’ পুলিশের গাড়ির চালক জয়দেব রায় অবশ্য দুর্ঘটনার দায় চাপিয়েছেন ক্যাব চালকের উপরেই। তাঁর দাবি, ‘‘আমি গাড়ি নিয়ে মেরেডিথ স্ট্রিট থেকে ডান দিকে ঘুরে বেন্টিঙ্ক স্ট্রিটের দিকে ঘুরছিলাম। কখনওই ওয়াটারলু স্ট্রিটের দিকে যাচ্ছিলাম না। অ্যাপ ক্যাবের গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।’’

ঘটনায় পুলিশের গাড়িটির চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও কেন তাঁকে গ্রেফতার করা হবে না, তা নিয়ে উঠছে প্রশ্ন। এ প্রসঙ্গে লালবাজারের এক কর্তা বলেন, ‘‘ঘটনায় কেউ হতাহত হননি। তাই চালককে গ্রেফতার করা হচ্ছে না।’’

বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে এর আগেও দুর্ঘটনার মুখে পড়েছে একাধিক পুলিশের গাড়ি। গত বছরের জুনে মা উড়ালপুলে এক লেন থেকে অন্য লেনে একটি পুলিশের ভ্যান উঠে পড়ায় আহত হয়েছিলেন তিন জন পুলিশ কর্মী। একই ভাবে ২০১৬ সালের মে এবং জুন মাসে মা উড়ালপুলে দুর্ঘটনার মুখে পড়েছিল একটি পুলিশের গাড়ি।

—নিজস্ব চিত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement