আজ, শনিবার থেকে মেট্রোয় চালু হচ্ছে ত্রিভাষিক স্মার্ট কার্ড। ২০১১ সালে মেট্রোয় স্মার্ট কার্ড চালু হলেও এত দিন তাতে বাংলায় কিছু লেখা থাকত না। কার্ড ব্যবহারের নিয়মাবলী লেখা থাকত ইংরেজি ও হিন্দিতে। এ বার তার পাশাপাশি বাংলাতেও তা লেখা হবে। কমলা রঙের নতুন কার্ডে সামনের দিকেও বাংলায় মেট্রো রেল কলকাতা লেখা থাকবে।
গত ৬ এপ্রিল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিষয়টি রাজ্যসভায় তোলেন। রাজ্যের বেশির ভাগ মানুষের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও কেন স্মার্ট কার্ডে বাংলায় লেখা থাকে না, তা রেলমন্ত্রকের কাছে জানতে চান তিনি। দফতরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজেন গোহাঁই জানান, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ঋতব্রত বলেন, “এত দিন বাংলা ভাষা ব্যবহার না হওয়াটাই লজ্জার। তবে শেষ পর্যন্ত রেলের এই দাবি মেনে নেওয়া বাংলার মানুষের অধিকার অর্জনের স্বীকৃতি।”