Mamata Banerjee

KMC Election 2021: বকার জন্য বলি না, সংশোধনের জন্য বলি, পুরভোটের প্রচারে গিয়ে প্রার্থীদের বার্তা মমতার

বুধবার গোয়া থেকে ফিরেই পুরভোটের প্রথম নির্বাচনী প্রচার করলেন মমতা। ওই সভা থেকে দলীয় প্রার্থীদের উদ্দেশে কিছু স্পষ্ট বার্তা দিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৮:২০
Share:

বুধবার গোয়া থেকে ফিরেই পুরভোটের প্রথম নির্বাচনী প্রচার করলেন মমতা। নিজস্ব চিত্র।

এলাকায় উন্নয়নের কাজ না হলে দলের জনপ্রতিনিধিদের উদ্দেশে একাধিক বার তৃণমূলনেত্রীকে কড়া বার্তা দিতে দেখা গিয়েছে অতীতে। কিন্তু ওই বার্তা মোটেই বকার উদ্দেশে বলা নয়। জনপ্রতিনিধিরা যাতে নিজেদের ভুল শুধরে নেন, তার জন্য বলা। ফুলবাগানে কলকাতা পুরভোটের নির্বাচনী প্রচারে দলীয় প্রার্থীদের উদ্দেশে এ কথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার গোয়া থেকে ফিরেই পুরভোটের প্রথম নির্বাচনী প্রচার করলেন মমতা। ওই সভায় দলীয় প্রার্থীদের উদ্দেশে স্পষ্ট কিছু বার্তাও দিলেন তিনি। বলেন, ‘‘সাংসদ-বিধায়কেরা সব কাজ করতে পারেন না। এলাকার কাজ করেন মূলত স্থানীয় জনপ্রতিনিধিরা। কাউন্সিলরের যা দায়িত্ব তা পালন করতেই হবে। কাজ না করলে সরে যেতে হবে।’’

Advertisement

ওই প্রসঙ্গে বলতে গিয়েই মমতা বলেন, ‘‘আমি কিছু বললেই সংবাদমাধ্যম বলে, উনি ওঁকে বকেছেন। আমি বকার জন্য বলি না। আমি সংশোধন করার জন্য বলি।’’ নেত্রীর সংযোজন, ‘‘এলাকায় জল ঠিক ভাবে পাওয়া যাচ্ছে কি না, আলো আছে কি না, এ সব দেখার দায়িত্ব স্থানীয় কাউন্সিলারের। যে করতে পারবে না, সে কাউন্সিলর হবে না।’’

নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের এক কাউন্সিলরের নামেই সম্প্রতি অভিযোগ পেয়ে তাঁকে এ বার প্রার্থীও করেননি তিনি, জনসভায় জানালেন মমতা। নেত্রীর কথায়, ‘‘আমার ভবানীপুরেই দেখলাম। এলাকায় আলো নেই। কাউন্সিলর কাজে করেননি। অভিযোগ পেয়ে ওঁকে ফোন করে করেছিলাম। এ বার আর টিকিট দিইনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement