KMC Polls 2021

KMC Election 2021: যাঁরা বলতেন মমতা দুর্গাপুজো করতে দেয় না, তাঁদের মুখে চুনকালি, তোপ তৃণমূলনেত্রীর

গত বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রচারে এসে মমতার বিরুদ্ধে দুর্গাপুজো করতে না দেওয়ার অভিযোগ একাধিক বার করেছিলেন অমিত শাহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ১৮:২৬
Share:

ইউনেসকো-কে ধন্যবাদ জানালেন মমতা। —নিজস্ব চিত্র।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইউনেস্কো-র স্বীকৃতি পেতেই বৃহস্পতিবার কলকাতা পুরভোটের প্রচারে গিয়ে নাম না করে বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শারদোৎসবকে অনুভবের অতীত ঐতিহ্য (ইনট্যানজিবল হেরিটেজ) স্বীকৃতি দেওয়ার জন্য এ দিন দক্ষিণ কলকাতার বাঘাযতীনের সভা থেকে ইউনেস্কো-কে ধন্যবাদ জানান মমতা। তাঁর বিরুদ্ধে ‘অপপ্রচার’-এর জবাব দিয়ে তৃণমূলনেত্রী বলেন, ‘‘কেউ কেউ বলেছিল মমতাজি তো দুর্গাপুজো করতে দেয় না। আজ ওঁদের মুখে চুনকালি।’’

গত বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রচারে এসে মমতার বিরুদ্ধে দুর্গাপুজো করতে না দেওয়ার অভিযোগ একাধিক বার করেছিলেন অমিত শাহ। এর পর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুরে সুর মিলিয়েছিলেন বঙ্গের বিজেপি নেতারাও। বৃহস্পতিবার নাম না করে বিজেপি-কে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘গতকাল যা পেয়েছি, তাতে আমার হৃদয় ভরে গিয়েছে। যখন খবর পেয়েছি, গায়ে কাঁটা দিচ্ছিল। মাথা থেকে বার করেছিলাম পুজো কার্নিভাল। তখন কেউ কেউ বলেছিল মমতাজি তো দুর্গাপুজো করতে দেন না। আজ ওঁদের মুখে চুনকালি।’’

Advertisement

১৩-১৮ ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসে আয়োজিত হচ্ছে ইন্টারগভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশন। সেই অধিবেশনেই ‘কলকাতার দুর্গাপুজো’-কে ইউনেস্কো-র ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’-র তালিকায় স্থান দেওয়া হয়েছে। ঘটনাচক্রে, স্বীকৃতি পাওয়ার খবর টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ দিন মমতা বলেন, ‘‘বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। এর চেয়ে বড় সম্মান আর কিছু নেই। ইউনেস্কোকে ধন্যবাদ। বাংলার দুর্গাপুজো আজ গোটা বিশ্বে বন্দিত। আমাদের বর্ণময়, ছন্দময় দুর্গাপুজো আজ বিশ্বের উৎসব। আজ বাংলা বিশ্ববাংলা হয়ে গিয়েছে। বাংলাকে বিশ্বসেরা করেই ছাড়ব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement